স্টিভ জবসের প্রেমিকারা

স্টিভ জবসরয়টার্স

অ্যাপল কম্পিউটারের সহপ্রতিষ্ঠাতা ছিলেন স্টিভ জবস। ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি জন্ম নেওয়া স্টিভ জবসের পুরো নাম স্টিভেন পল জবস। ২০১১ সালের ৫ অক্টোবর মারা গেলেও প্রযুক্তিপ্রেমীদের কাছে এখনো বেশ জনপ্রিয় তিনি। তাই তো স্টিভ জবসের জীবন ও কাজের ধরন সম্পর্কে জানতে নিয়মিত অনলাইনে ঢুঁ মারেন অনেকে। মৃত্যুর আগে নিজের জীবনের অনেক না বলা তথ্য আত্মজীবনীতে প্রকাশ করেছেন স্টিভ জবস। সেই আত্মজীবনীর তথ্যমতে, ক্রিসান ব্রেনান, জোয়ান বায়েজসহ বেশ কয়েকজনের সঙ্গে প্রেম করেছেন স্টিভ জবস। একাধিক প্রেম করলেও ১৯৯১ সালে লরেন পাওয়েলকে বিয়ে করেন স্টিভ জবস। স্টিভ জবসের জীবনে আসা প্রেমিকাদের তথ্য জেনে নেওয়া যাক।

লরেন পাওয়েল
উইকিমিডিয়া

দাম্পত্যসঙ্গী লরেন পাওয়েল

স্টিভ জবস ও লরেন পাওয়েলের পরিচয় হয় ১৯৮৯ সালে, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সফল উদ্যোক্তা হিসেবে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিতে গিয়ে সেখানকার শিক্ষার্থী লরেনের সঙ্গে পরিচয় হয় স্টিভ জবসের। এরপর প্রায় দুই বছর প্রেম করে ১৯৯১ সালে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কে বিয়ে করেন তাঁরা। লরেন ২০১১ সালে স্টিভ জবসের মৃত্যুর আগপর্যন্ত একসঙ্গে ছিলেন। লরেন পাওয়েল নারী উদ্যোক্তা হিসেবে বেশ পরিচিত। শিক্ষা, অভিবাসন ও সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করা এমারসন কালেকটিভ প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা তিনি। বর্তমানে লরেন পাওয়েলের সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার কোটি মার্কিন ডলার। বিশ্বের অন্যতম ধনী এ নারী নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘আমাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। গভীর সম্পর্ক। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।’

আরও পড়ুন
ক্রিসান ব্রেনান
উইকিমিডিয়া

ক্রিসান ব্রেনান

কলেজে পড়ার সময় স্টিভ জবস ও ক্রিসান ব্রেনানের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। ১৯৭২ সাল থেকে প্রায় পাঁচ বছর টিকে ছিল এ সম্পর্ক। তাদের প্রেমের সময় অ্যাপলের জন্ম হয়। তাই ক্রিসান অ্যাপলের শুরুর ঘটনাগুলো সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় ক্রিসানের গর্ভে জন্ম নেয় লিসা নামের এক কন্যাশিশু। কিন্তু লিসার জন্মের পর স্টিভ জবস বেশ বদলে যান। অনেক বছর লিসাকে মেয়ে হিসেবে অস্বীকার করেন তিনি। পরে লিসাকে মেনে নেন। ক্রিসান সব সময় পর্দার আড়ালে থাকতেন, গণমাধ্যমে তেমন উপস্থিত হতেন না। ২০১৩ সালে ক্রিসান ‘দ্য বাইট ইন দ্য অ্যাপল’ নামের একটি স্মৃতিকথা প্রকাশ করেন। সেখানে ক্রিসান বলেন, ‘আমাদের সম্পর্ক ছিল নাতিশীতোষ্ণ। আমরা একজন আরেকজনের জন্য পাগল ছিলাম, একসঙ্গে রাতের খাবার ভাগাভাগি করতাম। আমরা অনেক সুন্দর সন্ধ্যা কাটিয়েছি।’

আরও পড়ুন
ডায়ান কিটন
উইকিমিডিয়া

ডায়ান কিটন

১৯৭০ দশকের শেষের দিকে হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ডায়ান কিটনের প্রতিবেশী ছিলেন স্টিভ জবস। ‘দ্য গডফাদার’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন ডায়ান কিটন। স্টিভ জবসের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়ে এক টিভি সাক্ষাৎকারে ডায়ান বলেন, ‘সে সারাক্ষণ কম্পিউটার নিয়ে কথা বলত। কম্পিউটার নিয়ে তার অসংখ্য গল্প আমি শুধু শুনতাম।’

জোয়ান বায়েজ
উইকিমিডিয়া

জোয়ান বায়েজ

১৯৮২ সালে স্টিভ জবস ও আলোচিত গায়িকা জোয়ান বায়েজ প্রেম শুরু করেন। বায়েজের বোন মিমি ফারিনার মাধ্যমে দেখা হয় দুজনের। স্টিভ জবস তাঁর আত্মজীবনীতে জানিয়েছেন, দুজন মানুষের হুট করে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে যাওয়ার মতো ঘটনা ছিল জোয়ান বায়েজের সঙ্গে। উভয়ে একে অপরের সৃজনশীলতার প্রতি আকৃষ্ট হয়েছিলেন। দুজনের বয়সের ব্যবধান ১৭ বছরের বেশি হলেও এই প্রেমের বয়স ছিল প্রায় দুই বছর। সবশেষে বেমানান জীবনধারার কারণে দুজনের বিচ্ছেদ হয়।
সূত্র: র‍্যাঙ্কার