আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কোনো যন্ত্রে ব্যবহৃত হচ্ছে কি

গুগলছবি: রয়টার্স

গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেকেই নিয়মিত ইউটিউব, জিমেইল, ম্যাপসহ গুগলের বিভিন্ন সুবিধা ব্যবহার করে থাকি। অন্য কারোও কম্পিউটার, ফোন বা সাইবার ক্যাফেতে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করলেও মনের ভুলে সাইন আউট করা আর হয়ে ওঠে না। অপরিচিত যন্ত্রে গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকলে তথ্য চুরির পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তবে চাইলেই নিজের গুগল অ্যাকাউন্ট অন্য কোনো যন্ত্রে ব্যবহার করা হচ্ছে কি না, তা জানা সম্ভব।

নিজের গুগল অ্যাকাউন্ট অন্য কোনো যন্ত্রে ব্যবহার করা হচ্ছে কি না, তা জানার জন্য প্রথমে কম্পিউটার থেকে গুগল অ্যাকাউন্টে প্রবেশ করে লগইন করতে হবে। লগইন করার পর myaccount.google.com এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে প্রবেশের পর ওপরের দিকে বেশ কিছু অপশন দেখা যাবে। এরপর সিকিউরিটি ট্যাবে ক্লিক করে ‘ইওর ডিভাইসেস’ অপশনে প্রবেশ করতে হবে। এবার ম্যানেজ অল ডিভাইসেস অপশন নির্বাচন করলেই যেসব যন্ত্রে আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে, তার তালিকা দেখা যাবে। অপরিচিত বা সন্দেহজনক কোনো যন্ত্রের নাম তালিকায় থাকলে সেটি নির্বাচন করে পরবর্তী পেজে থাকা ‘সাইন আউট’ অপশনে ক্লিক করতে হবে। যন্ত্রটি সন্দেহজনক মনে হলে ডোন্ট রিকগনাইজ সামথিং অপশনে ক্লিক করতে হবে। অন্য কোনো যন্ত্রে অ্যাকাউন্ট ব্যবহার করা হলে অবশ্যই পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।