জেমস কুলির জন্ম

মার্কিন গণিতজ্ঞ, প্রথম ফুরিয়ার ট্রান্সফরমের সহস্রষ্টা জেমস কুলি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন।

জেমস কুলিকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৮ সেপ্টেম্বর ১৯২৬
জেমস কুলির জন্ম
মার্কিন গণিতজ্ঞ, প্রথম ফুরিয়ার ট্রান্সফরমের সহস্রষ্টা জেমস কুলি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। জন টুকির সঙ্গে ১৯৬৫ সালে তিনি প্রচলিত গাণিতিক অ্যালগরিদমের উন্নয়ন ঘটান, এটি ফুরিয়ার ট্রান্সফরম নামে পরিচিত। কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে এই অ্যালগরিদম বেশ কাজে লাগে, যদিও এর জটিলতার কারণে এই অ্যালগরিদম ছিল একটু সময় সাপেক্ষ। আইবিএমে কাজ করার সময় টুকির ধারণাকে এগিয়ে নিয়ে যান কুলি। এতে অ্যালগরিদমের দ্রুততম সংস্করণ তৈরি হয়।

জন ম্যাকাফি
রয়টার্স

১৮ সেপ্টেম্বর ১৯৪৫
জন ম্যাকাফির জন্ম
ম্যাকাফি অ্যান্টিভাইরাস সফটওয়্যার একসময় ব্যাপক জনপ্রিয় ছিল। এই অ্যান্টিভাইরাস সফটওয়্যারের স্রষ্টা জন ডেভিড ম্যাকাফি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। ব্রিটিশ-মার্কিন বংশোদ্ভূত ম্যাকাফি একাধারে ছিলেন কম্পিউটার প্রোগ্রামার, ব্যবসায়ী। তিনি দুবার (২০১৬ ও ২০২০) লিবারটারিয়ান পার্টি থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়েছিলেন।

২০১৪ সালে হ্যাকারদের বার্ষিক সম্মলনে ম্যাকাফি
উইকিমিডিয়া

ম্যাকাফি ১৯৮৭ সালে প্রথম বাণিজ্যিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করেন। তখন এটি বিক্রির জন্য তিনি ম্যাকাফি অ্যাসোসিয়েটস প্রতিষ্ঠা করেন। ১৯৯৪ সালে তিনি এই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন। পরবর্তী সময় তিনি এই প্রতিষ্ঠানের সরব সমালোচনায় মেতে ওঠেন। ম্যাকাফি অ্যাসোসিয়েটস ছেড়ে আসার পর তিনি ট্রাইবাল ভয়েস (পওয়াও চ্যাট প্রোগ্রামের নির্মাতা), কুরামএক্স ও ফিউচার টেনস সেন্ট্রাল প্রতিষ্ঠা করেন। এ ছাড়া তিনি এভারকি, এমিজিটি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, লাক্সকোর ইত্যাদি প্রতিষ্ঠানের নেতৃস্থানীয় পদে নিয়োজিত থাকেন। স্মার্টফোন অ্যাপ, ক্রিপ্টোকারেন্সি, যোগব্যায়াম, হালকা বিমান ইত্যাদি বিষয়ে তাঁর ব্যক্তিগত ও ব্যবসায়িক আগ্রহ ছিল। বেশ কয় বছর তিনি বেলিজে বসবাস করেছেন। একটি হত্যাকাণ্ডের সন্দেহ তালিকায় তাঁর নাম এলে ম্যাকাফি ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের কর ফাঁকি দেওয়া অভিযোগ স্পেনে ম্যাকাফি গ্রেপ্তার হন। ২০২১ সালের ২৩ জুন বার্সোলোনার কাছে কারাপ্রকোষ্ঠে ঝুলন্ত অবস্থায় ম্যাকাফির মৃতদেহ পাওয়া যায়। ধারণা করা হয়, তিনি আত্মহত্যা করেছিলেন। তবে তাঁর স্ত্রী জ্যানিসের বিশ্বাস, ম্যাকাফি আত্মহত্যা করতে পারেন না।