বৈঠকের ধারণ করা ভিডিওর ক্যাপশনও দেখাবে গুগল মিট

গুগল মিটে ধারণ করা ভিডিওর কথোপকথনের ক্যাপশন দেখা যাবে
ছবি: গুগল মিট

গুগল মিটে অনলাইন বৈঠকের ভিডিও ধারণ করেন অনেকেই। এর ফলে বৈঠক শেষে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পুনরায় দেখে নেওয়ার সুযোগ পান ব্যবহারকারীরা। এবার ধারণ করা ভিডিওর কথোপকথনও ক্যাপশন আকারে পড়ার সুযোগ মিলবে গুগল মিটে। এত দিন শুধু অনলাইন বৈঠকের কথোপকথনের ক্যাপশন ও সারসংক্ষেপ লিখে দিত ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটি।

নতুন এ সুযোগ চালুর জন্য নিজেদের ট্রান্সলেটেড ক্যাপশন–সুবিধা হালনাগাদ করেছে গুগল মিট। তবে এ সুবিধা পুরোনো রেকর্ড করা ভিডিওতে পাওয়া যাবে না। কারণ, গুগল মিটে ভিডিও ধারণের আগেই ক্যাপশনের ভাষা নির্বাচন করে দিতে হবে।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, ধারণ করা ভিডিওতে ক্যাপশন–সুবিধা ১৫ মার্চ থেকে ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

সূত্র: এনডিটিভি