কম্পিউটারের পথিকৃৎ কনরাড সুজের জন্মদিন

প্রথম দিককার কম্পিউটারের একজন পথিকৃৎ কনরাড সুজের জন্ম জার্মানির বার্লিনে। ১৯৪০-এর দশকে অ্যালগরিদমভিত্তিক প্রথম প্রোগ্রামিং ভাষা ‘প্ল্যানক্যালকুল (প্ল্যান ক্যালকুলাস)’ তৈরি শুরু করেন।

জার্মান প্রযুক্তি জাদুঘরে করনাড সুজের জেড–১ কম্পিউটারের প্রতিলিপিউইকিপিডিয়া

২২ জুন ১৯১০
কম্পিউটারের পথিকৃৎ কনরাড সুজের জন্মদিন
প্রথম দিককার কম্পিউটারের একজন পথিকৃৎ কনরাড সুজের জন্ম জার্মানির বার্লিনে। ১৯৪০-এর দশকে অ্যালগরিদমভিত্তিক প্রথম প্রোগ্রামিং ভাষা ‘প্ল্যানক্যালকুল (প্ল্যান ক্যালকুলাস)’ তৈরি শুরু করেন। এরও সাত বছর আগে সুজে পৃথিবীর প্রথম বাইনারি ডিজিটাল কম্পিউটিং যন্ত্র নির্মাণ করেন। এর নাম ‘জেড-১’।

কনরাড সুজে
উইকিপিডিয়া

১৯৪১ সালে পৃথিবীর প্রথম পূর্ণ কার্যকর প্রোগ্রামনিয়ন্ত্রিত (একটি পাঞ্চড পেপার টেপ দিয়ে) ইলেকট্রোমেকানিক্যাল ডিজিটাল কম্পিউটার নির্মাণ সম্পন্ন করেন। এর নাম ছিল জেড-৩। সুজের কাজের মধ্যে জেড-৪ কম্পিউটার অত্যাধুনিক হিসেবে বিবেচিত হয়। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যেও টিকে থাকে।

আরও পড়ুন

১৯৯৫ সালের ১৮ ডিসেম্বর মারা যান কনরাড সুজে। বাণিজ্যিক কম্পিউটার তৈরি ও কম্পিউটার কোম্পানি প্রথম যাঁরা প্রতিষ্ঠা করেন, তাঁদের একজন সুজে। তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা ‘দ্য কম্পিউটার—মাই লাইফ’ (১৯৭০)। বিশ্বের কম্পিউটারপ্রযুক্তির সূচনালগ্নে অবদানের জন্য তিনি দ্য ওয়ার্নার ভন সিমেন্স রিং পুরস্কার (১৯৬৪), হ্যারি এইচ গুডে মেমোরিয়াল (১৯৬৫), গ্রেট ক্রস অব মেরিট (১৯৭২), কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম ফেলো অ্যওয়ার্ডসহ (১৯৯৯) অনেক পুরস্কার পেয়েছেন।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি ও কম্পিউটার হোপ

আরও পড়ুন