বিল গেটসকে যা শিখিয়েছেন তাঁর মেয়ে ফোবি গেটস

বিল গেটসের সঙ্গে হাস্যোজ্জ্বল ফোবি গেটসবিল গেটসের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নেওয়া

বিল গেটস ১৯৭৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বাদ দিয়ে বন্ধু পল অ্যালেনকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট। পরে মাইক্রোসফট বিশ্বের অন্যতম সফল প্রতিষ্ঠান ও নিজে বিশ্বের সেরা ধনীদের তালিকায় জায়গা করে নিলেও কৈশোর বা তারুণ্যে বেশ লাজুক স্বভাবের ছিলেন বিল গেটস। লাজুক স্বভাবের জন্য বড় হয়েও অনেক সামাজিক অনুষ্ঠান এড়িয়ে চলতেন তিনি। বিষয়টি বুঝতে পেরে বিল গেটসকে সামাজিকতা শিখিয়েছিলেন তাঁর মেয়ে ফোবি গেটস।

‘কল হার ড্যাডি’ নামের এক পডকাস্টে ফোবি গেটস জানিয়েছেন, বাবা স্বাভাবিকভাবে মানুষের সঙ্গে মিশতে আগ্রহী ছিলেন না। আর তাই বাবার সামাজিক জড়তা কাটানোর জন্য নাচের মতো বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে যেতাম। অন্য বাবা–মেয়ের সঙ্গে কথা বলতে বাধ্য করতাম। তখন তিনি নার্ভাস হয়ে চলে যেতেন।

আরও পড়ুন

বিল গেটসও তাঁর স্মৃতিকথায় জানিয়েছেন, তিনি ছিলেন একজন লাজুক ও সামাজিকভাবে দুর্বল ব্যক্তি। তবে তাঁর মেয়ে ২২ বছর বয়সী ফোবি বিভিন্ন কৌশলে এসব জড়তা কাটাতে সহযোগিতা করেছে। গেটসের পরিবারের অন্য সদস্যরাও বিশ্বাস করেন, ফোবি সাহায্য না করলে বিল গেটসের জীবন হয়তো প্রাণবন্ত হতো না।

আরও পড়ুন

সামাজিক পরিবেশে লাজুক স্বভাবের হলেও বিল গেটস প্রযুক্তি–দুনিয়ায় স্পষ্টবাদী বলে পরিচিত। কাজ থেকে অবসর নিলেও বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞান ও উদ্ভাবন–সংক্রান্ত গবেষণার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখেন বিল গেটস। এর পাশাপাশি প্রচুর বই পড়েন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন