স্ন্যাপচ্যাটে স্টোরিজ দেখানোর সময় নির্ধারণের সুযোগ

স্ন্যাপচ্যাটে স্টোরিজ প্রদর্শনের সময় নির্ধারণ করা যাবেস্ন্যাপচ্যাট

স্টোরিজ ফিডে বিনিময় করা ছবি ও ভিডিও নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় স্ন্যাপচ্যাট। স্টোরিজ বানিয়ে তারকা বনে গেছেন অনেকে। কিন্তু অনেকে চান পছন্দের স্টোরিজগুলো আরও বেশি সময় স্টোরিজ ফিডে প্রদর্শন করতে। কেউ আবার সাধারণ মানের স্টোরিজ ২৪ ঘণ্টার আগে মুছে ফেলতে চান। ব্যবহারকারীদের এ আগ্রহের কথা বিবেচনা করে স্টোরিজ মুছে যাওয়ার সময় নির্ধারণের সুযোগ চালু করেছে স্ন্যাপচ্যাট।

‘স্টোরি এক্সপাইরেশন’ নামের এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলে নিজেদের ইচ্ছেমতো স্টোরিজ প্রদর্শনের সময় নির্ধারণ করতে পারবেন। স্টোরিজের গুরুত্ব অনুযায়ী সেগুলো এক ঘণ্টা থেকে শুরু করে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত প্রদর্শন করা যাবে। প্রাথমিকভাবে ‘স্ন্যাপচ্যাট প্লাস’ ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

স্টোরিজ প্রদর্শনের সময় নির্ধারণের পাশাপাশি ‘স্ন্যাপচ্যাট প্লাস’ ব্যবহারকারীদের জন্য নোটিফিকেশন সাউন্ড এবং ক্যামেরায় রঙিন বর্ডার ব্যবহারের সুযোগ চালু করেছে স্ন্যাপচ্যাট। নোটিফিকেশন সাউন্ড সুবিধা ব্যবহার করলে নির্দিষ্ট ব্যক্তির জন্য আলাদা নোটিফিকেশন শব্দ ব্যবহারের সুযোগ মিলবে। অপর দিকে ক্যামেরার বর্ডার সুবিধা কাজে লাগিয়ে ছবি তোলার সময় বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করা যাবে।

‘স্ন্যাপচ্যাট প্লাস’ নামের পেইড সাবস্ক্রিপশন সেবা ব্যবহারের জন্য প্রতি মাসে গুনতে হয় ৩.৯৯ মার্কিন ডলার। স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটারে ব্যবহার উপযোগী সেবাটি কাজে লাগিয়ে স্ন্যাপচ্যাটে আসতে যাওয়া বিভিন্ন সুবিধা উন্মুক্ত হওয়ার আগে পরখ করার সুযোগ মিলে থাকে।
সূত্র: এনডিটিভি