রাস্তায় চলে, আকাশেও ওড়ে যে গাড়ি

সাধারণ গাড়ির মতো রাস্তায় চলার পাশাপাশি আকাশেও উড়তে পারে ‘এক্সপেং এক্স৩’। গাড়ির আদলে তৈরি এ বাহনের চারপাশে চারটি প্রপেলার রয়েছে। গাড়িটি তৈরি করেছে চীনের অটোমোবাইল নির্মাতা এক্সপেং। প্রতিষ্ঠানটির দাবি, চালকবিহীন এ গাড়ি হেলিকপ্টারের আদলে খাড়াভাবে ওঠানামা করতে পারে। ফলে রানওয়ের বদলে শহরের যেকোনো স্থানে ওঠানামা করতে পারবেন যাত্রীরা। এরই মধ্যে রিমোট কন্ট্রোল প্রযুক্তি কাজে লাগিয়ে সফলভাবে আকাশে ওড়ানো হয়েছে গাড়িটি। পরীক্ষামূলক এ কার্যক্রমে ৩০ ফুট ওপর দিয়ে উড়ে সফলভাবে নির্দিষ্ট স্থানে নেমেছে ১ হাজার ৯৫০ কেজি ওজনের গাড়িটি। সূত্র: ইন্ডিয়া টাইমস

ইউটিউবে সেরা কনটেন্ট নির্মাতা ‘মি. বিস্ট’

ইউটিউবের জন্য নিয়মিত প্র্যাঙ্ক ও স্টান্ট ভিডিও পোস্ট করা হয় ‘মি. বিস্ট’ চ্যানেলে। বিষয়বস্তুর বৈচিত্র্য, বিভিন্ন চ্যালেঞ্জে অংশ নেওয়ার পাশাপাশি পুরস্কার দেওয়ার ভিডিওগুলো দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে। আর তাই ‘মি. বিস্ট’ চ্যানেলে থাকা বেশির ভাগ ভিডিওর ভিউয়ের সংখ্যা ১০ লাখ এবং কিছু ভিডিওর বেলায় ১০০ কোটি ছাড়িয়েছে। সূত্র: নাইনটুফাইভম্যাক

পণ্য বাছাইয়ে সক্ষম রোবট

একাধিক পণ্য থেকে নির্দিষ্ট পণ্য বাছাই করে বাক্সে রাখতে পারে স্প্যারো নামে রোবটটি। আর তাই নিজেদের গুদামে পণ্য প্যাকেট করার জন্য এ রোবট ব্যবহার শুরু করেছে বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। সূত্র: দ্য ভার্জ