এনিয়াক তৈরির চুক্তি সম্পন্ন

ইলেকট্রনিক নিউমেরিকাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার (এনিয়াক) নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়।

এনিয়াকে কাজ করছেন দুই প্রোগ্রামারকম্পিউটার হিস্ট্রি ডট ওআরজি

৯ এপ্রিল ১৯৪৩
এনিয়াক তৈরির চুক্তি সম্পন্ন
ইলেকট্রনিক নিউমেরিকাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার (এনিয়াক) নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এনিয়াক এমন এক যন্ত্র যেটি প্রতি সেকেন্ড পাঁচ হাজার যোগ করতে সক্ষম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গোপনীয়তার সঙ্গে এনিয়াক ব্যবহার করা হয়। এর মূল কাজ ছিল যুদ্ধে গোলা নিক্ষেপের সময় ও দূরত্ব নির্ধারণ করা। এনিয়াকের আগে নারীদের একটি বড় দল যান্ত্রিক ডেস্কটপ ক্যালকুলেটরে গোলা নিক্ষেপের স্থান–কালের হিসাব–নিকাশ বের করত। যুদ্ধ শেষ হওয়ার পরও (১৯৪৬) এনিয়াকের নির্মাণ সম্পন্ন হয়নি। তবে কম্পিউটার প্রকৌশলীদের এনিয়াকের নকশা থেকে অনেক কিছু শিখেছে। ১৯৪৬ সালের জুলাই ও আগস্ট মাসে এনিয়াকের দুই উদ্ভাবক একার্ট ও মচলি প্রকৌশলীদের জন্য গ্রীষ্মকালীন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছিলেন। এনিয়াক সাধারণ গণনার সমাধান করতে পারত। আবার যুক্তরাষ্ট্রের হাইড্রোজেন বোমার মতো গোপনীয় সামরিক প্রকল্পেও এনিয়াক ব্যবহার করা হয়েছে।

১৯৫২ সালে মার্কিন নির্বাচনের সময় ইউনিভ্যাক নিয়ে সিবিএস টিভির স্টুডিওতে কাজ করছেন জন একার্ট (মাঝে)
উইকিমিডিয়া

৯ এপ্রিল ১৯১৯
কম্পিউটার পথিকৃৎ জন একার্টের জন্ম
তড়িৎ প্রকৌশলী এবং এনিয়াক ও উইনিভ্যাক কম্পিউটারের সহ–উদ্ভাবক জন অ্যাডম প্রেসপার (প্রেস) একার্ট জুনিয়র যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। জন মচলির সঙ্গে তিনি প্রথম প্রজন্মের ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ‘এনিয়াক’ উদ্ভাবন করেন। একার্ট মুর স্কুলে প্রথম কম্পিউটার–বিষয়ক কোর্স উপস্থাপন করেন (মুর স্কুল লেকচার)। দ্য একার্ট–মচলি কম্পিউটার করপোরেশন নামে প্রথম বাণিজ্যিক কম্পিউটার কোম্পানির প্রতিষ্ঠাও করেন। একার্ট যুক্তরাষ্ট্রের প্রথম বাণিজ্যিক কম্পিউটার ইউনিভ্যাক নকশা করেন, এতে তাঁর উদ্ভাবিত পারদভিত্তিক ডিলে লাইন মেমোরি ব্যবহার করেন। ১৯৯৫ সালের ৩ জুন জন একার্ট মারা যান।
ক্যাপশন: