দেশে প্রথম বিশেষায়িত কম্পিউটার বাজার চালু

রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার বাজার চালু হয়। ‘বিসিএস কম্পিউটার সিটি’ নামের এই বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশে কম্পিউটার সমিতি।  

আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিপ্রথম আলো

১১ সেপ্টেম্বর ১৯৯৯
দেশে প্রথম বিশেষায়িত কম্পিউটার বাজার চালু
রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের প্রথম বিশেষায়িত কম্পিউটার বাজার চালু হয়। ‘বিসিএস কম্পিউটার সিটি’ নামের এই বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল বাংলাদেশে কম্পিউটার সমিতি (বিসিএস)।  
গত শতকের নব্বইয়ের দশক। কম্পিউটার ব্যবসা খাতের সংগঠন বিসিএস প্রতিবছরই ‘বিসিএস কম্পিউটার শো’ নামে কম্পিউটার মেলার আয়োজন করে। প্রতিবছরই মেলায় দর্শকের সংখ্যা বাড়তে থাকে, আর বাড়ে মেলার পরিসর। ১৯৯৮ সালে বড়সড় একটি জায়গায় মেলা করার কথা ভাবলেন বিসিএসের তৎকালীন নির্বাহী কমিটির সদস্যরা। তখন আগারগাঁওয়ে সদ্য নির্মিত হয়েছে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ভবন। বহুতল দালানের পাশে চারতলা উচ্চতার আরেকটি প্রশস্ত ভবন। এখানেই মেলা করার সিদ্ধান্ত নেয় কম্পিউটার সমিতি।

কম্পিউটার সিটির প্রবেশ পথে ভাষ্কর্য
কম্পিউটার সিটির ফেসবুক পেজ থেকে নেওয়া

বিসিএসের তখনকার সাধারণ সম্পাদক এবং বিসিএস কম্পিউটার সিটির পরিচালনা কমিটির প্রথম আহ্বায়ক আহমেদ হাসান প্রথম আলোকে বলেন, ‘১৯৯৮ সালের কম্পিউটার মেলা আসলে কম্পিউটার সিটি প্রতিষ্ঠার পটভূমি তৈরি করে দেয়। মেলার পরে এখানে স্থায়ী বিশেষায়িত কম্পিউটার বাজার চালুর কথা ভাবি আমরা। আমাদের সদস্যদের মধ্যে ভালো সাড়া মেলে।’
১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর বিসিএস কম্পিউটার শোয়ের মাধ্যমে যাত্রা শুরু হয় বিসিএস কম্পিউটার সিটির। আইডিবির কাছ থেকে ভাড়া নিয়ে চলতে থাকে এই বাজার। শুরুর সময় ১ লাখ ২৫ হাজার বর্গফুট আয়তনের কম্পিউটার সিটিতে ছিল প্রযুক্তি বিক্রেতা প্রতিষ্ঠানের ১১০টি দোকান। পরবর্তী সময়ে এর সম্প্রসারণ ঘটে। বর্তমানে এই বাজারে ১৫৬টি দোকান রয়েছে। সবই কম্পিউটার প্রযুক্তিসংশ্লিষ্ট।  

এমন টার্মিনাল থেকে যোগাযোগ করা হতো দূরের কোনো কম্পিউটারে
কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১১ সেপ্টেম্বর ১৯৪০
জনসমক্ষে প্রথম দূর থেকে কম্পিউটারে গণনা করা হয়
যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজে অনুষ্ঠিত আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির একটি সভায় প্রথমবারের মতো দূরনিয়ন্ত্রিত গণনাকাজ (কম্পিউটেশন) দেখানো হয়। বেল ল্যাবরেটরিজের গবেষক জর্জ স্টিবিজ এই সম্মেলনে একটি টার্মিনাল স্থাপন করেন। এই টার্মিনালের মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণকারীরা টেলিফোন সংযোগের মাধ্যমে নিউইয়র্ক সিটির বেল ল্যাব কমপ্লেক্সে থাকা কমপ্লেক্স নাম্বার ক্যালকুলেটর ব্যবহার করে গণনা করতে পেরেছিলেন। স্টিবিজ প্রথম ৯ সেপ্টেম্বর এই সংযোগ পরীক্ষা করেছিলেন। ১১ সেপ্টেম্বর ডার্টমাউথ কলেজের ম্যাকনাট হলে বেশ ঘটা করে দূর থেকে কম্পিউটারের এই কাজ করা হয়।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি