ইউরোপীয় কমিশনের কর্মীদের ডিভাইসে টিকটক নিষিদ্ধ

টিকটকরয়টার্স

ইউরোপীয় কমিশনের কর্মীদের ব্যবহৃত সব ডিভাইসে চীনা ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে ইউরোপীয় কমিশনের কর্মীরা অফিস থেকে দেওয়া ফোনের পাশাপাশি ব্যক্তিগত ফোনেও টিকটক ব্যবহার করতে পারবেন না। শুধু তা–ই নয়, ১৫ মার্চের মধ্যে ফোন থেকে টিকটক অ্যাপ মুছেও ফেলতে হবে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র।

আরও পড়ুন

গত জানুয়ারি মাসে নেদারল্যান্ডসও সরকারি কর্মকর্তাদের ফোন থেকে টিকটক অ্যাপ মুছে ফেলার পরামর্শ দিয়েছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যও সরকারি ফোনে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।

আরও পড়ুন

টিকটক ব্যবহারে তথ্যের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয় মূলত গত বছরের নভেম্বর মাস থেকে। সে সময় টিকটক জানিয়েছিল, চীন কার্যালয়ের কিছু কর্মী ইউরোপে বসবাসকারী টিকটক ব্যবহারকারীদের তথ্য দেখতে পারেন। এর পর থেকেই পশ্চিমা দেশগুলোর প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সকে।

আরও পড়ুন

উল্লেখ্য, ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান–প্রদানের সুযোগ থাকায় টিকটক অ্যাপ খুবই জনপ্রিয়। কিন্তু ব্যবহারকারীর ভিডিও দেখার তালিকার পাশাপাশি বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারের ইতিহাস সংগ্রহ করে থাকে চীনের এই ভিডিও অ্যাপটি। এর মাধ্যমে ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের ইতিহাস এবং পছন্দ বা অপছন্দের বিভিন্ন বিষয় চলে যায় টিকটকের দখলে, যা ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নিরাপত্তা হুমকি হতে পারে।
সূত্র: এএফপি

আরও পড়ুন