৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে আইফোন ১৪ ও আইফোন ১৪ প্লাস উন্মুক্ত করে অ্যাপল। অনুষ্ঠানে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ১৬ সেপ্টেম্বর থেকে কেনা যাবে আইফোনগুলো। তাই নতুন আইফোন কিনতে অগ্রিম ফরমাশ দিয়ে অপেক্ষায় ছিলেন ব্যবহারকারীরা। শুধু তা–ই নয়, দোকান খোলার আগেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন তাঁরা। একনজরে দেখে নেওয়া যাক নতুন আইফোন কিনতে চীন, জাপান ও সিঙ্গাপুরের আইফোনপ্রেমীদের অপেক্ষার ছবি।
ছবি১: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন থাকলেও চীনের বাজারে বেশ ভালোই জনপ্রিয় আইফোন। তাই আইফোন বিক্রি শুরুর আগেই দেশটির ঝেজিয়াং প্রদেশের হাংঝু শহরের অ্যাপল স্টোরের সামনে অপেক্ষা করছেন আইফোনপ্রেমীরা।
ছবি২: জাপানের টোকিওতে রোদ উপেক্ষা করে সকাল থেকেই আইফোন কিনতে লাইনে দাঁড়িয়েছেন আইফোনপ্রেমীরা।
ছবি৩: সিঙ্গাপুরে নতুন আইফোন কিনে বিজয়ীর বেশে বের হচ্ছেন এক ক্রেতা। অপেক্ষায় থাকা অন্য ক্রেতারা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।