দীর্ঘদিন ধরেই ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) এবং এআর (অগমেন্টেড রিয়েলিটি) প্রযুক্তির সংমিশ্রণে হেডসেট তৈরি করছে অ্যাপল। আর তাই অনেক অ্যাপলপ্রেমীই ধারণা করেছিলেন, এ বছরের শেষ নাগাদ হেডসেটটি বাজারে আনা হতে পারে। তবে সে আশার গুড়ে বালি। এ বছর নয়, আগামী বছরের শুরুতে এআর-ভিআর প্রযুক্তির হেডসেটটি উন্মুক্ত করা হতে পারে।
হেডসেট উন্মুক্তের সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও এতে ব্যবহার করা অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করেছে অ্যাপল। এত দিন হেডসেটে ব্যবহার করা অপারেটিং সিস্টেমের নাম ‘রিয়েলিটি ওএস’ থাকলেও তা পরিবর্তন করে ‘এক্সআরওএস’ করেছে প্রতিষ্ঠানটি।
অ্যাপলের হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটির ছবি দেখা যাবে। দুটি ফোরকে প্রযুক্তির মাইক্রো ওএলইডি ডিসপ্লে সুবিধার হেডসেটটি ব্যবহারকারীর চোখের নড়াচড়া শনাক্ত করে ভিডিও প্রদর্শন করবে। ফলে হেডসেটটি ফেসবুকের ‘কুইস্ট প্রো’ হেডসেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি