রাশিয়ায় নির্বাচন কর্মকর্তাদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২০২৪ সালে অনুষ্ঠেয় রুশ নির্বাচন পরিচালনায় যুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে রাশিয়া। এ সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই আইফোন ব্যবহার করতে পারবেন না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য আইফোন ব্যবহার ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। রাশিয়ার দ্য কমার্সেন্ত সংবাদপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সম্প্রতি ক্রেমলিনে অনুষ্ঠিত এক সেমিনারে রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ের ফার্স্ট ডেপুটি চিফ অব স্টাফ সের্গেই কিরিঙ্কে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এ নির্দেশ দেন। শুধু তা-ই নয়, ১ এপ্রিলের মধ্যে আইফোনের পরিবর্তে অন্য ফোন ব্যবহার করতে হবে বলেও জানান তিনি।
আইফোন ব্যবহার নিষিদ্ধের বিষয়টি স্বীকার না করলেও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, স্মার্টফোনে অ্যান্ড্রয়েড বা আইওএস যে অপারেটিং সিস্টেমই থাকুক না কেন তা অফিশিয়াল কাজে ব্যবহার করা উচিত নয়।
ধারণা করা হচ্ছে, আইফোনের পরিবর্তে ভিন্ন অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোন ব্যবহার করতে পারে রাশিয়া।
সূত্র: রয়টার্স