মোবাইল ব্যালেন্সের মাধ্যমে হজ রোমিং প্যাক কেনার সুবিধা চালু করল গ্রামীণফোন
হজযাত্রীদের জন্য মোবাইল ব্যালেন্সের মাধ্যমে হজ রোমিং প্যাক কেনার সুবিধা চালু করেছে গ্রামীণফোন। ফলে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া বাংলাদেশিরা সহজেই দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রামীণফোন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে প্রথমবারের মতো হজযাত্রীদের জন্য বিদেশি মুদ্রার পরিবর্তে মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং সেবা ব্যবহারের সুবিধা চালু করেছে গ্রামীণফোন। নতুন এ সুবিধা চালুর ফলে হজযাত্রীরা নিজের মোবাইল ব্যালেন্স ব্যবহার করে গ্রামীণফোনের বিভিন্ন হজ রোমিং প্যাক চালু করতে পারবেন। যেকোনো সময় মোবাইল ব্যালেন্স বা রিচার্জের মাধ্যমে প্যাকগুলো কেনা যাবে।
নতুন এ সুবিধা চালুর বিষয়ে গ্রামীণফোনের প্রধান পণ্য কর্মকর্তা (সিপিও) সোলায়মান আলম জানিয়েছেন, হজযাত্রীদের জন্য রূপান্তরমূলক এ পদক্ষেপ গ্রহণে নেতৃত্ব দিতে পেরে গর্বিত গ্রামীণফোন। যুগান্তরকারী এ উদ্যোগ বাংলাদেশের হজযাত্রীদের সামগ্রিক হজ অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এ উদ্যোগের ফলে গ্রাহকেরা হজ পালনের সময় সহজেই প্রিয়জনদের সঙ্গে যুক্ত থাকতে পারবেন।