আইফোনের জন্যও গুগল ড্রাইভের স্ক্যানসুবিধা

আইফোন থেকেও গুগল ড্রাইভের বিল্ট-ইন স্ক্যানার সুবিধা ব্যবহার করা যাবে।রয়টার্স

প্রয়োজনীয় তথ্য, ছবি বা ফাইল স্ক্যান করে অনলাইনে সংরক্ষণের সুযোগ দিতে বিল্ট-ইন স্ক্যানার সুবিধা বেশ আগেই চালু করেছে গুগল ড্রাইভ। এত দিন এ সুবিধা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোন বা ট্যাবলেট কম্পিউটারে ব্যবহার করা গেলেও এবার আইফোনেও ব্যবহারের সুযোগ মিলবে। নতুন এ সুবিধা দিতে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য অ্যাপ হালনাগাদ করেছে গুগল ড্রাইভ।

গুগল ড্রাইভের হালনাগাদ আইওএস সংস্করণে বিল্ট-ইন স্ক্যানার সুবিধা যুক্ত হওয়ায় আইফোনের ক্যামেরা কাজে লাগিয়েই যেকোনো তথ্য, ছবি বা ফাইল স্ক্যান করে সরাসরি অনলাইনে সংরক্ষণ করা যাবে। ফলে ফাইল স্ক্যান করার জন্য আলাদা স্ক্যানার ব্যবহার করতে হবে না। শুধু তা–ই নয়, বিভিন্ন পত্রিকা বা বই পড়ার সময় চাইলে প্রয়োজনীয় তথ্য দ্রুত স্ক্যান করে সংরক্ষণ করা যাবে।

আরও পড়ুন

প্রাথমিকভাবে গুগল ড্রাইভের আইওএস ৪.২০২৩.৪৬২২৭ সংস্করণে স্ক্যানসুবিধা ব্যবহার করা যাবে। আইফোনে স্ক্যানসুবিধা ব্যবহারের জন্য প্রথমে গুগল ড্রাইভ অ্যাপের নিচের ডান দিকে থাকা প্লাস আইকনে ট্যাপ করতে হবে। এরপর ক্যামেরার অ্যাকশন বাটনে ট্যাপ করলে ক্যামেরা চালু হয়ে ভিউ ফাইন্ডার অপশন দেখা যাবে। এরপর সামনে থাকা তথ্য, ছবি বা ফাইল ভিউ ফাইন্ডার অপশনের মধ্যে রাখলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান হয়ে যাবে। এবার সেভ বাটনে ট্যাপ করলেই সেগুলো সরাসরি গুগল ড্রাইভে জমা হবে।

গুগলের তথ্যমতে, স্ক্যান করা ছবির মান উন্নয়নে সেগুলো সম্পাদনাও করা যাবে। শুধু তা–ই নয়, ব্যবহারকারীরা চাইলে একাধিক স্ক্যান করা তথ্য, ছবি বা ফাইল গুগল ড্রাইভে নির্দিষ্ট ফোল্ডারে আলাদাভাবে সংরক্ষণ করতে পারবেন। ফলে প্রয়োজনের সময় দ্রুত নির্দিষ্ট তথ্য, ছবি বা ফাইল খুঁজে পাওয়া যাবে। পর্যায়ক্রমে সব আইওএস ব্যবহারকারী এ সুযোগ পাবেন।
সূত্র: গ্যাজেটস নাউ