মাইক্রোপ্রসেসরের প্রথম বিজ্ঞাপন

মার্কিন জার্নাল ইলেকট্রনিক নিউজে ইন্টেলের ৪০০৪ মাইক্রোপ্রসেসরের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয়। এর আগে প্রসেসরের কোনো বিজ্ঞাপন কোথাও প্রকাশিত হয়নি।

প্রথম বিজ্ঞাপনে ইন্টেলের ৪০০৪ প্রসেসরকম্পিউটার হিস্ট্রি ডটওআরজি

১৫ নভেম্বর ১৯৭১
মাইক্রোপ্রসেসরের প্রথম বিজ্ঞাপন
মার্কিন জার্নাল ইলেকট্রনিক নিউজে ইন্টেলের ৪০০৪ মাইক্রোপ্রসেসরের প্রথম বিজ্ঞাপন প্রকাশিত হয়। এর আগে প্রসেসরের কোনো বিজ্ঞাপন কোথাও প্রকাশিত হয়নি। ৪০০৪ প্রসেসরের নকশা করেছিল গর্ডন মুর ও রবার্ট নয়েস প্রতিষ্ঠিত স্টার্টআপ ইন্টেলের চার সদস্যের একটি দল। দলের সদস্য ছিলেন ইন্টেলের প্রকৌশলী ফেড্রিকো ফ্যাগিন, টেড হফ, স্ট্যান মেজর ও মাসাতোশি শিমা। এই চিপের নকশা করার আগে জাপানের ক্যালকুলেটর নির্মাতা বুসিকমে ফরমাশ দিয়ে সার্কিটের নকশা নিয়েছিল ইন্টেল।

এক্সবক্স ই–থ্রির ঘোষণা, ২০১৭
রয়টার্স

১৫ নভেম্বর ২০০১
এক্সবক্স নিয়ে এল মাইক্রোসফট
সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট ভিডিও গেমস খেলার যন্ত্র বা গেমিং কনসোলা এক্সবক্স বাজারে আনে। একবক্স কনসোল প্রথমে যুক্তরাষ্ট্রের বাজারে ছাড়া হয়। ২০০৬ সাল নাগাদ অর্থাৎ ৫ বছরে ২ কোটি ৪০ লাখ এক্সবক্স বিক্রি হয়।

এক্সবক্স কনসোল ও কন্ট্রোলার (বাঁয়ে)
উইকিমিডিয়া

দ্বিতীয় সংস্করণ এক্সবক্স ৩৬০ বাজারে আসে ২০০৫ সালে। ২০২১ সাল পর্যন্ত এর বিক্রির পরিমাণ ৮ কোটি ৬০ লাখ ইউনিট। তৃতীয় কনসোল এক্সবক্স ওয়ান বাজারে আসে ২০১৩ সালের নভেম্বরে। ৫ কোটি ৮০ লাখ যন্ত্র বিক্রি হয়। ২০২০ সালের নভেম্বরে মাইক্রোসফট বাজারে আনে এক্সবক্স এক্স ও এক্সবক্স এস।

অ্যামাজনের কিন্ডল ফায়ার
উইকিমিডিয়া

১৫ নভেম্বর ২০১১
এল অ্যামাজনের কিন্ডল ফায়ার
পৃথিবীর সবচেয়ে বড় ই–কমার্স সাইট অ্যামাজন ডটকমের ট্যাবলেট কম্পিউটার কিন্ডল ফায়ার বাজারে আসে। বর্তমানে এর নাম অ্যামাজন ফায়ার। কোয়ান্টা কম্পিউটার কিন্ডল ফায়ার তৈরি করেছিল। এতে ছিল ৭ ইঞ্চির রঙিন স্পর্শনির্ভর পর্দা। এটি চলত ফায়ার ওএসে। ফায়ার ওএস ছিল অ্যানড্রয়েডভিত্তিক অপারেটিং সিস্টেম। প্রথম কিন্ডল ফায়ারের দাম ছিল ১৯৯ মার্কিন ডলার।

কিন্ডল ফায়ারের ভেতরের যন্ত্রাংশ
উইকিমিডিয়া

২০১২ সালে আসে কিন্ডল ফায়ার এইচডি এবং ২০১৩ সালে আসে কিন্ডল ফায়ার এইচডিএক্স। ২০১৪ সালে যখন এই যন্ত্রের চতুর্থ প্রজন্ম তৈরি হয়, তখন এর নাম থেকে ‘কিন্ডল’ বাদ পড়ে। এই ফায়ার ট্যাবলেটকে স্মার্ট স্পিকারেও রূপান্তর করা যায়।

উল্লেখ করার মতো প্রযুক্তিগত উন্নয়ন করে ২০২২ সালে অ্যামাজন বাজারে ছাড়ে ফায়ার–৭। এর দাম ৫৯ দশমিক ৯৯ ডলার।