কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষার কথা বললেন অ্যালেন টুরিং

লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটির এক বক্তৃতায় দাবার একটি গেমে কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষা করার পরামর্শ দেন কম্পিউটারের পথিকৃৎ অ্যালেন টুরিং।

অ্যালেন টুরিং। ১৯৩৬উইকিমিডিয়া

২০ ফেব্রুয়ারি ১৯৪৭
দাবার গেমে কৃত্রিম বুদ্ধিমত্তা পরীক্ষার কথা বললেন অ্যালেন টুরিং
লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটিতে দেওয়া এক বক্তৃতায় দাবা খেলার একটি গেমে (গেম অব চেজ) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরীক্ষা করার পরামর্শ দেন কম্পিউটারের পথিকৃৎ অ্যালেন টুরিং। টুরিংয়ের যুক্তি ছিল, মানুষের মতো কম্পিউটারকে অবশ্যই আইকিউ প্রশিক্ষণ দিতে হবে। একজন গণিতজ্ঞ মানুষকেও নিবিড় প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। টুরিং যোগ করেন, কম্পিউটারের জন্য যে প্রশিক্ষণ, সেটি শুধু যন্ত্রে কিছু নির্দেশনা দেওয়ার মতো যেন না হয়। আবার কেউ যেন মনে না করেন কোনো যন্ত্র খুব ভালোভাবে নির্দেশনার ছক নিজে নিজে তৈরি করে ফেলবে।

কানাডার পারসোনাল কম্পিউটার মিউজিয়াম
উইকিমিডিয়া

২০ ফেব্রুয়ারি ২০১০
কম্পিউটার মিউজিয়াম দেখাল, পুরোনো কম্পিউটারও এখনো কাজের
পুরোনো কম্পিউটার যে এখনো কাজে লাগে তার প্রমাণ দেখায় কানাডার অন্টারিওর ব্র্যান্টফোর্ডের পারসোনাল কম্পিউটার মিউজিয়াম। এই জাদুঘরের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে আশির দশকে তৈরি ৩০০ ডলারের কম দামের কম্পিউটার চালিয়ে দেখানো হয় যে সেই কম্পিউটারে টুইটারের টুইট বার্তা পড়া যাচ্ছে। দ্য কমোডর ভিআইসি–২০ কম্পিউটার থেকে টুইটারে ঢোকা যায়। সেটি থেকে স্থানীয় এফএম রেডিও তারকা এড ম্যামাহন টুইট করেন। আশির দশকের কম্পিউটার ভিআইসি–২০ থেকে করা সেই টুইট দেখা গিয়েছিল ২০১০ সালের ২০ ফেব্রুয়ারি।