পূর্বাচলে জমে উঠেছে গেমিং প্রতিযোগিতা

গেমিং জোনে গেমারদের ভিড়সংগৃহীত

‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানে রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে বেসিসের সফটওয়্যার মেলা। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় জমজমাট ছিল মেলা প্রাঙ্গণ। মেলায় সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গেমিং জোনে। গিগাবাইটের সহযোগিতায় আয়োজিত বিভিন্ন গেমিং প্রতিযোগিতায় অংশ নিতে দিনভর অপেক্ষা করেছেন অনেকে।

গেমিং জোনের সামনে কথা হয় গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খানের সঙ্গে। তিনি জানান, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে মেলা প্রাঙ্গণে গেমিং জোন চালু করা হয়েছে। এখানে বিনা মূল্যে গেম খেলার পাশাপাশি চারটি গেমিং প্রতিযোগিতায় অংশ নেওয়া সুযোগ রয়েছে। কাউন্টার স্ট্রাইক গ্লোবাল ওপেনশিপ, ভ্যালোরেন্ট, মোবাইল লিজেন্ড ব্যাং ব্যাং এবং ভ্যালোরেন্ট ফিমেল গেমভিত্তিক এসব প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৮৮টি দল অংশ নিয়েছে। মেলার সমাপনী দিনে প্রতিযোগিতাগুলোর চূড়ান্ত পর্ব আয়োজন করা হবে। বিজয়ী দলগুলো পাবে মোট ৭ লাখ টাকার পুরস্কার। এ ছাড়া স্বতন্ত্রভাবে ফিফা গেম খেলার সুযোগ রয়েছে এই গেমিং জোনে।

গেমিং জোনের পর দর্শনার্থীদের বেশি ভিড় ছিল মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্যাভিলিয়নে। প্রতিষ্ঠানটির করপোরেট যোগাযোগ বিভাগের প্রধান শামসুদ্দিন হায়দার বলেন, ‘বেসিস সফটএক্সপো প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলা। মেলায় গ্রাহক, মার্চেন্ট ও এজেন্ট—এই তিন ধরনের অ্যাপ সম্পর্কে সচেতনতা তৈরি করছে বিকাশ। পাশাপাশি ভেন্ডিং মেশিনে বিকাশের মাধ্যম পণ্য কেনার সুযোগ দিচ্ছে।’

মেলায় নিজেদের প্রযুক্তিসেবা প্রদর্শন করছে মুঠোফোন ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। হুয়াওয়ে বাংলাদেশের হেড অফ মিডিয়া তানভীর আহমেদ বলেন, ‘আমাদের আধুনিক সফটওয়্যার ও প্রযুক্তিসুবিধাগুলো মেলাতে প্রদর্শন করছি। এর মাধ্যমে আমাদের সহযোগীরা হুয়াওয়ের নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং সেগুলো ব্যবহার করতে পারবেন।’

বেসিস সফটএক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে। আগ্রহী ব্যক্তিরা বেসিস সফটএক্সপোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নিবন্ধন করে প্রদর্শনীতে যেতে পারবেন।