বিট–বাইট

ভয়েস স্ট্যাটাস সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

মুখের কথায় স্ট্যাটাস দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে। এ জন্য শিগগিরই ভয়েস স্ট্যাটাস’ সুবিধা চালু করছে অ্যাপটি। হোয়াটসঅ্যাপের অন্যান্য সেবার মতো ভয়েস স্ট্যাটাস কাজে লাগিয়ে পাঠানো বার্তাও এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে বিনিময় করা হবে। এ কারণে তথ্য বিনিময় হবে আরও নিরাপদ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের জন্য তৈরি হোয়াটসঅ্যাপের ‘ভি ২.২২. ১৬.৩’ বেটা সংস্করণে নতুন এ সুবিধার দেখা মিলেছে।

সূত্র: এনডিটিভি

লাইভ প্রোডিউসার চালু করছে ইনস্টাগ্রাম

স্মার্টফোনের পাশাপাশি কম্পিউটার থেকে সরাসরি ভিডিও প্রচারের সুযোগ দিতে ইনস্টাগ্রামে চালু হচ্ছে ‘লাইভ প্রোডিউসার’ টুল। নতুন এ সুবিধা চালু হলে বিভিন্ন স্ট্রিমিং সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার থেকে সরাসরি লাইভ ভিডিও প্রচার করা যাবে। উন্নতমানের ভিডিও ধারণের জন্য প্রয়োজনে একাধিক ক্যামেরা ও মাইক্রোফোনও ব্যবহার করা যাবে। এরই মধ্যে নির্দিষ্ট ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটি।

ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা সব সময় ইনস্টাগ্রাম লাইভকে সহজ ও উন্নত করতে কাজ করছি। বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীদের ওপর টুলটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে। শিগগিরই সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে।

সূত্র: টেকক্রাঞ্চ

গোলাকার প্রজেক্টর

প্রথম দেখায় স্পিকার মনে হতেই পারে। এটি আসলে ওয়াই–ফাই সুবিধার স্মার্ট প্রজেক্টর। ‘নেবুলা অ্যাংকর ক্যাপসুল’ নামের এই প্রজেক্টরটি ১০০ ইঞ্চি পর্দায় ভিডিও দেখাতে পারে। প্রজেক্টরের চারপাশে স্পিকার থাকায় ঘরের সব অংশে ভালোভাবে শব্দ শোনা যায়।

সূত্র: জেডডিনেট