ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবার অনুকরণ করার অভিযোগ রয়েছে। সম্প্রতি খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটারের আদলে বিকল্প অ্যাপ চালুর উদ্যোগ নিয়েছে মেটা। ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণে অ্যাপটির কার্যক্রম পরিচালনা করা হবে। ফলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেই অ্যাপটি ব্যবহারের সুযোগ মিলবে। বিষয়টি জানার পর টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো বলেছেন, তিনি প্রতিযোগিতা করার জন্য প্রস্তুত।

সম্প্রতি টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে লিন্ডা ইয়াকারিনোর নাম ঘোষণা করেছেন ইলন মাস্ক। টুইটারের শীর্ষ পদে নিয়োগ পাওয়া লিন্ডা ইয়াকারিনো আগামী মাসে দায়িত্ব গ্রহণ করবেন। তবে দায়িত্ব গ্রহণের আগেই ইনস্টাগ্রামের নিয়ন্ত্রণে টুইটারের বিকল্প অ্যাপ চালুর বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়ে এক টুইটে (টুইটারে দেওয়া বার্তা) তিনি লিখেছেন, ‘গেম অন!’

এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনোর ডিজিটাল বিজ্ঞাপন নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি টুইটারের ভবিষ্যৎ নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ব্যবসাবিষয়ক ম্যাগাজিন ফরচুন এক প্রতিবেদনে জানিয়েছে, মেটার পক্ষ থেকে এরই মধ্যে বেশ কিছু কনটেন্ট নির্মাতাকে নতুন অ্যাপের স্ক্রিনশট দেওয়া হয়েছে। ফরচুনের প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য না করলেও মানি কন্ট্রোল নামের একটি ওয়েবসাইটকে মেটা জানিয়েছে, ‘আমরা বার্তা হালনাগাদ করার সুবিধাযুক্ত একটি স্বতন্ত্র বিকেন্দ্রীকরণ সামাজিক যোগাযোগমাধ্যমের খোঁজে রয়েছি। আমরা মনে করি, এ ক্ষেত্রে আলাদা কিছু করার সুযোগ আছে। এখানে ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতারা তাদের বিভিন্ন সময়ের কার্যকলাপ ও পছন্দের বিষয়গুলো জানাতে পারবে।’

মেটার তৈরি টুইটারের বিকল্প অ্যাপটির কোড নাম পি৯২ বা বার্সেলোনা। এটি আগামী মাসের শেষ নাগাদ চালু হতে পারে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা তাঁদের ইউজার নেম, অনুসারী ও ভেরিফিকেশনের প্রক্রিয়া চালু রেখেই নতুন অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অ্যাপটির ফিড ছবি বা ভিডিওনির্ভর না করে লেখাভিত্তিক করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই পরিচিত মানুষের বার্তা দেখতে পারবেন। শুধু তা–ই নয়, টুইটারের আদলে পছন্দের ব্যক্তিদের অ্যাকাউন্ট অনুসরণও করা যাবে।
সূত্র: এনডিটিভি