চ্যাটজিপিটির এআই প্রযুক্তি আসছে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে

ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটির এআই প্রযুক্তিমাইক্রোসফট

বিং সার্চ ইঞ্জিন ও এজ ব্রাউজারের পর এবার ‘চ্যাটজিপিটি’র কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি নিজেদের ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে যুক্ত করতে কাজ শুরু করেছে মাইক্রোসফট। এরই মধ্যে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কীভাবে চ্যাটজিপিটির এআই প্রযুক্তি যুক্ত করা হবে, তার ধারণাপত্রও তৈরি করেছে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন

চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যেকোনো বার্তার উত্তর দ্রুত ও নির্ভুলভাবে দিতে পারে। নিজ থেকে বার্তা, নিবন্ধ বা কবিতাও লিখে থাকে। ফলে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি যুক্ত হলে সব ধরনের ব্যবহারকারী সরাসরি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি মাইক্রোসফট।

আরও পড়ুন

আগামী মার্চে ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) প্রযুক্তি যুক্তের ঘোষণা দিতে পারে মাইক্রোসফট। তবে ব্যবহারকারী পর্যায়ে এ সুবিধা উন্মুক্ত হতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ে ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর আগেও ওপেনএআইয়ে বিনিয়োগ করেছিল প্রতিষ্ঠানটি। আর তাই সবার আগে নিজেদের বিভিন্ন প্রযুক্তিতে চ্যাটজিপিটি ব্যবহার করতে চায় মাইক্রোসফট।
সূত্র: দ্য ভার্জ