বিজ্ঞাপনদাতাদের জন্য টিকটকের এআই সুবিধা

বর্তমানে সব বড় প্রযুক্তি প্রতিষ্ঠানই তাদের পণ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করছে। সম্প্রতি চতুর্থ বার্ষিক বৈশ্বিক সামিট ২০২৪-এ তরুণদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক থেকেও এমন ঘোষণা এসেছে। মূলত বিজ্ঞাপনদাতাদের জন্য টিকটক এনেছে এআই–নির্ভর নতুন সুবিধা। ‘টিকটক সিম্ফনি’ নামে এই সুবিধার মাধ্যমে বিজ্ঞাপনদাতারা কিছু তথ্য দিয়েই চাহিদামতো বিজ্ঞাপনের ভিডিও তৈরি করতে পারবেন।

শুধু ভিডিও তৈরি নয়, টিকটক সিম্ফনি বিজ্ঞাপনদাতাদের সার্বিক এআই সহযোগী হিসেবেও কাজ করবে। এ ছাড়া ‘টিকটক ওয়ান’ নামে একটি বিপণনবিষয়ক কেন্দ্রও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনদাতারা টিকটকের গুরুত্বপূর্ণ অংশ বলে উল্লেখ করেছে টিকটক। তারা জানিয়েছে, এর মাধ্যমে সহজে ও দ্রুত বিজ্ঞাপন তৈরি করা সম্ভব হবে।

টিকটক জানিয়েছে, তাদের ৬১ শতাংশ ব্যবহারকারী বিজ্ঞাপন দেখার পর সেই পণ্য বা সুবিধাটি কিনেছে। চলতি ধারা খোঁজার জন্যও অনেকেই টিকটকের শরণাপন্ন হন। যেমন ৫২ শতাংশ ব্যবহারকারী গাড়ির তথ্য জানতে টিকটকে ঢুঁ মেরেছেন, আর ৫৯ শতাংশ ব্যবহারকারী পরবর্তী গেমটি খুঁজে নিয়েছেন টিকটক থেকে। ফলে নতুন এআইনির্ভর টুলগুলো ব্যবসাপ্রতিষ্ঠানের বিক্রি ও অ্যাপ ডাউনলোডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করবে।

টিকটক সিম্ফনি ও টিকটক ওয়ানের অপেক্ষমাণ তালিকায় যুক্ত হয়ে ব্যবহারকারীরা সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারবেন। নতুন সুবিধার ঘোষণা এমন সময়ে এসেছে, যখন টিকটক মার্কিন সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদি আইনি লড়াইয়ের সম্মুখীন। পাশাপাশি, বিপুল পরিমাণ বিপণনকর্মী টিকটক থেকে ছাঁটাই হওয়ার শঙ্কাতেও রয়েছেন।

সূত্র: ম্যাশেবল