মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপের মাধ্যমে ফোনের ক্যামেরা হবে ওয়েবক্যাম
মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপের মাধ্যমেই অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের সঙ্গে যুক্ত করা যাবে। ফলে ফোনের ক্যামেরার মাধ্যমে অনলাইন সভা করার সুযোগ মিলবে। উইন্ডোজ কম্পিউটারে অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহারের সুযোগ দিতে শিগগিরই নিজেদের ফোন লিংক অ্যাপে নতুন সুবিধা যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট।
বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ ও সফটওয়্যার ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের ক্যামেরাকে কম্পিউটার বা ল্যাপটপে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়। নতুন এ সুবিধা চালু হলে তৃতীয় পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ বা সফটওয়্যারের বদলে ফোন লিংক অ্যাপের মাধ্যমে ফোনের ক্যামেরাকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে। ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না।
ফোন লিংক অ্যাপের মাধ্যমে বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে থাকা বিভিন্ন তথ্য কম্পিউটার ও ল্যাপটপের বড় পর্দায় দেখা যায়। কম্পিউটার থেকে কল করার পাশাপাশি চাইলে ফোন থেকে কম্পিউটারে তারের সংযোগ ছাড়াই ফাইল আদান-প্রদান করা যায়। নতুন এ সুবিধা চালু হলে ফোনের ক্যামেরা ব্যবহার করে কম্পিউটার থেকে সরাসরি অনলাইন সভা করা যাবে।
মাইক্রোসফটের ফোন লিংক অ্যাপের সোর্স কোড পর্যালোচনা করে এক প্রতিবেদনে অ্যান্ড্রয়েড অর্থরিটি জানিয়েছে, ফোন লিংক অ্যাপের সোর্স কোডে ওয়েবক্যাম শব্দটির উল্লেখ করা না হলেও ‘ট্যাপ দিস নোটিফিকেশন টু অ্যালাউ ইউর পিসি টু স্ট্রিম ইউর ক্যামেরা ভিডিও’, ‘পজ ভিডিও’, ‘রিজিউম ভিডিও’, ‘সুইচ টু ব্যাক’, ‘সুইচ টু ফ্রন্ট’ শব্দ ব্যবহার করা হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে, ওয়েবক্যামের সব সুবিধাই ফোন লিংক অ্যাপটিতে পাওয়া যাবে।
সূত্র: অ্যান্ড্রয়েড সেন্ট্রাল