আইফোনের ফ্যামিলি শেয়ারিং সুবিধায় ত্রুটি, কাজ করছে না স্ক্রিন টাইম সুবিধা

অ্যাপলের স্ক্রিন টাইম সুবিধা কাজ করছে নাঅ্যাপল

অপ্রাপ্তবয়স্ক সন্তানেরা কোন ধরনের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে বা কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণের জন্য ফ্যামিলি শেয়ারিং সুবিধা চালু করে অ্যাপল। এ সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা চাইলেই দূর থেকে সন্তানের আইফোন বা আইপ্যাড ব্যবহারের সময় নিয়ন্ত্রণ করতে পারেন। তবে অ্যাপলের ফ্যামিলি শেয়ারিংয়ে সুবিধার স্ক্রিন টাইম অপশন কাজ করছে না বলে অভিযোগ করেছেন অনেক অভিভাবক। তাঁদের দাবি, স্ক্রিন টাইমে নির্ধারণ করা সময় অনুযায়ী অ্যাপ বন্ধ হচ্ছে না। ফলে সন্তানেরা দীর্ঘ সময় আইফোন ব্যবহার করছে।

স্ক্রিন টাইম কাজ না করার অভিযোগ স্বীকার করে অ্যাপল জানিয়েছে, বেশ কিছু ব্যবহারকারীর স্ক্রিন টাইম সেটিংস স্বয়ংক্রিয়ভাবে রিসেট হওয়ার বিষয়টি সম্পর্কে আমরা সচেতন রয়েছি। ব্যবহারকারীদের অভিযোগকে খুবই গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে এবং দ্রুত এ সমস্যার সমাধান আনতে কাজ করছে অ্যাপল।

জানা গেছে, অ্যাপলের স্ক্রিন টাইম অপশনটি বেশ কয়েক মাস আগে থেকেই কাজ করছে না। এত দিন এ ত্রুটি প্রকাশ না পেলেও অ্যাপল ঠিকই জানত। গত মে মাসে আইওএসের হালনাগাদ সংস্করণে এ ত্রুটির সমাধান আনার চেষ্টাও করেছিল প্রতিষ্ঠানটি। কিন্তু এখনো স্ক্রিন টাইমের কারিগরি ত্রুটি রয়েই গেছে।
সূত্র: দ্য ভার্জ, টাইমস অব ইন্ডিয়া