২৩ বছরে রায়ানস কম্পিউটারস

অনুষ্ঠানে রায়ানস কম্পিউটারসের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান (মাঝে)সংগৃহীত

সাফল্যের ২৩ বছর পার করল কম্পিউটার ও প্রযুক্তিপণ্যের বিক্রেতা প্রতিষ্ঠান রায়ানস কম্পিউটারস। এ উপলক্ষে ২ জানুয়ারি রায়ানসের প্রধান কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান। তিনি বলেন, ২০০০ সালে ঢাকার আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে যাত্রা শুরু করা রায়ানস কম্পিউটারসের এখন ১৭টি শাখা রয়েছে। ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে থাকা এসব শাখার মাধ্যমে প্রযুক্তিপণ্যের বাজারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে রায়ানস কম্পিউটারস।

অনুষ্ঠানে জানানো হয়, রায়ানস কম্পিউটারস থেকে সরাসরি বা অনলাইনে পণ্য কেনা যায়। শুধু তা–ই নয়, দেশের যেকোনো স্থান থেকে পণ্যগুলো সংগ্রহ করা যায়। প্রতিটি শাখাতেই নিজস্ব সার্ভিস সেন্টার এবং সার্বক্ষণিক অনলাইন পরামর্শ নেওয়ার সুযোগ থাকায় ক্রেতারা দ্রুত বিক্রয়োত্তর সেবা পেয়ে থাকেন।

উল্লেখ্য, এইচপি, ডেল, এসার, আসুস, লেনোভো, গিগাবাইট, ইন্টেল, এএমডির মতো বিখ্যাত ব্র্যান্ডগুলোর প্রধান খুচরা অংশীদার হিসেবে একাধিকবার পুরস্কার ও সম্মাননা পেয়েছে রায়ানস কম্পিউটারস।