গুগল ম্যাপসে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা, যে সুবিধা পাওয়া যাবে

গুগল ম্যাপসরয়টার্স

গুগল ম্যাপস থেকে গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা দেখে নেওয়ার পাশাপাশি কোন রাস্তা দিয়ে দ্রুত যাওয়া যাবে, তা-ও জানা যায়। আর তাই অপরিচিত কোনো এলাকায় যাওয়ার জন্য বা ঠিকানা খুঁজতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের বর্তমানের তুলনায় দ্রুত ও বিস্তারিতভাবে তথ্য জানাতে গুগল ম্যাপসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করতে যাচ্ছে গুগল। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলটির কার্যকারিতা পরীক্ষা করছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ বার্তায় গুগল জানিয়েছে, তথ্য বিশ্লেষণের জন্য গুগল ম্যাপসে লার্জ ল্যাংগুয়েজ মডেলের (এলএলএম) কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে। এর ফলে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দ্রুত জানানোর জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বা স্থানের ছবিসহ অন্য ব্যবহারকারীদের মতামতও পর্যালোচনা করতে পারবে গুগল ম্যাপস। ফলে নির্দিষ্ট স্থানের তথ্য বর্তমানের তুলনায় দ্রুত ও বিস্তারিতভাবে জানতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন এ সুবিধা চালু হলে রেস্তোরাঁ, বিপণিবিতান বা কোনো স্থানের বিষয়ে অনুসন্ধান করলেই সে বিষয়ে বিস্তারিত তথ্য সংক্ষেপে জানাবে গুগল ম্যাপস। এমনকি ব্যবহারকারীরা গুগল ম্যাপসের ফলাফলে থাকা কোনো স্থান বা প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন প্রশ্নও করতে পারবেন। প্রশ্ন করলেই সেগুলোর উত্তর কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তাৎক্ষণিকভাবে জানাবে গুগল ম্যাপস।। অর্থাৎ, গুগল বার্ড চ্যাটবটের মতো তাৎক্ষণিকভাবে ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর জানা যাবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্টসংখ্যক গুগল ম্যাপসের লোকাল গাইডরা সুবিধাটি পরখ করার সুযোগ পাবেন। তবে সব গ্রাহকের জন্য কবে নাগাদ সুবিধাটি চালু হবে, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানায়নি গুগল।

সূত্র: ম্যাশেবল