ফেসবুক ও মেসেঞ্জারেও চালু হচ্ছে চ্যানেলস

ফেসবুকে চ্যানেলস সুবিধা যুক্ত হতে পারে
ছবি: রয়টার্স

ইনস্টাগ্রামের আদলে ফেসবুক ও মেসেঞ্জারেও চ্যানেলস নামের নতুন চ্যাট সুবিধা চালুর পরিকল্পনা করছে মেটা। নতুন এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি অনুসরণকারীদের কাছে বার্তা, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপ করতে পারবেন। শিগগিরই ফেসবুক ও মেসেঞ্জারে চ্যানেলস সুবিধার কার্যকারিতা পরীক্ষা শুরু হতে পারে।

সম্প্রতি ইনস্টাগ্রামে পরীক্ষামূলকভাবে চ্যানেলস সুবিধা চালু করেছে মেটা। প্রাথমিকভাবে নির্দিষ্ট সংখ্যক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এ সুবিধা পরখ করার সুযোগ পেয়েছেন। ইনস্টাগ্রামে চ্যানেলস সুবিধায় কনটেন্ট নির্মাতাদের পাঠানো বার্তা অনুসরণকারী ছাড়া অন্য কেউ দেখতে পারেন না। ফলে ইনস্টাগ্রামের পাবলিক অ্যাকাউন্ট ব্যবহারকারীরাও শুধু অনুসরণকারীদের কাছে বার্তা ও ছবি পাঠানো যায়।

ভবিষ্যতে চ্যানেলস সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা অনুসরণকারীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর অনুষ্ঠান আয়োজন করতে পারবেন। শুধু তা-ই নয়, একাধিক কনটেন্ট নির্মাতার সঙ্গে ভার্চ্যুয়াল আলোচনার সুযোগও মিলবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া