শুধুই কি স্যাম অল্টম্যান? স্টিভ জবসসহ প্রযুক্তি–বিশ্বের আরও যাঁরা পদচ্যুত হয়েছিলেন

স্যাম অল্টম্যানরয়টার্স

চ্যাটজিপিটির উদ্ভাবক, ওপেনএআইয়ের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান পদচ্যুত হওয়ার পাঁচ দিন পর আবার স্বপদে ফিরে আসেন। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ তাঁর ওপর অনাস্থা জানিয়ে তাঁকে সরানোর পর শুরু হয় নানা নাটকীয়তা। পদত্যাগ করেন আরও অনেকে। এমনকি ওপেনএআইয়ের ৭০০ কর্মী গণপদত্যাগের হুমকিও দেন। এর মধ্যেই খবর আসে, মাইক্রোসফটে যোগ দিচ্ছেন অল্টম্যান। অবশেষে ঘটনাপ্রবাহের আপাত যবনিকাপাত ঘটে ওপেনএআইয়ে স্যাম অল্টম্যানের সিইও হিসেবে ফিরে আসার মাধ্যমে। তবে প্রযুক্তি–দুনিয়ায় এমন ঘটনা নতুন নয়। এর আগে প্রতিষ্ঠান থেকে পদচ্যুতির ঘটনা ঘটেছে অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবসসহ আরও কয়েকজনের সঙ্গে।

স্টিভ জবস
রয়টার্স

স্টিভ জবস, অ্যাপল

অ্যাপল কম্পিউটারের পরিচালনা পর্ষদ ও পরবর্তী সময় অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা জন স্কালির সঙ্গে দীর্ঘ দ্বন্দ্বের পর ১৯৮৫ সালে অ্যাপল থেকে সরিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা স্টিভেন পল জবসকে (স্টিভ জবস)। সে বছরই কয়েকজন অ্যাপলকর্মীকে নিয়ে নেক্সট প্রতিষ্ঠা করেন জবস।

উচ্চশিক্ষা ও ব্যবসা খাতের জন্য বিশেষায়িত কম্পিউটার তৈরি ছিল নেক্সটের কাজ। পৃথিবীর প্রথম ওয়েবসাইট প্রকাশ ও সাইটটি রাখার (হোস্টিং) সার্ভার হিসেবেও স্টিভ জবসের নকশা করা নেক্সট কম্পিউটার ব্যবহৃত হয়েছিল। ১৯৯৬ সালের ডিসেম্বরে ৪০ কোটি মার্কিন ডলারে অ্যাপলের কাছে নেক্সট বিক্রি করে দেন স্টিভ জবস। অ্যাপল ছাড়ার ঠিক ১২ বছর পর ১৯৯৭ সালের ১৬ সেপ্টেম্বর আবারও অ্যাপলে যোগ দেন জবস।

ট্রাভিস কালানিক
রয়টার্স

ট্রাভিস কালানিক, উবার

সালটা ২০১৭। উবারের প্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিককে প্রধান নির্বাহীর পদ থেকে সরে যেতে বাধ্য করে উবারের পরিচালনা পর্ষদ। কর্মক্ষেত্রে বাজে পরিবেশ সৃষ্টি, আইনি ঝামেলা, চালকের সঙ্গে বাজে ব্যবহারসহ নানা অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। তবে কোম্পানিতে ওই পদে ফিরতে নানা চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পরাজয় মেনে নেন। ২০০৯ সালে উবার প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল কালানিকের।

অ্যান্ড্রু ম্যাসন
সংগৃহীত

অ্যান্ড্রু ম্যাসন, গ্রুপন

গ্রুপনের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ড্রু ম্যাসনকেও প্রধান নির্বাহীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এ পদে যোগ দেওয়ার সাড়ে চার বছর পর তাঁকে পদচ্যুত করা হয়।

জিম বালসিলি
রয়টার্স

জিম বালসিলি ও মাইক লাজারিদিস, ব্ল্যাকবেরি

ব্ল্যাকবেরির সহপ্রতিষ্ঠাতা এবং কো-সিইও হিসেবে দায়িত্ব পালন করা জিম বালসিলি ও মাইক লাজারিদিস তাঁদের পদ থেকে সরে গিয়েছিলেন। ব্ল্যাকবেরির ব্যবস্থাপনায় বিনিয়োগকারীরা পরিবর্তন চেয়েছিলেন। সে জন্যই এ দুজনকে পদচ্যুত করা হয়েছিল। ব্ল্যাকবেরির মূল প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (আরআইএম) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জিম বালসিলি।
রয়টার্স

মাইক লাজারিদিস
রয়টার্স
আরও পড়ুন
মার্ক পিনকাস
রয়টার্স

মার্ক পিনকাস, জিংগা

২০১৪ সালের জুন মাসে প্রতিষ্ঠাতা মার্ক পিনকাসকে জিংগার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ২০০৭ সালে অনলাইন গেম নির্মাতা প্রতিষ্ঠান জিংগা প্রতিষ্ঠা করেন পিনকাস।

শন র‌্যাড
উইকিমিডিয়া

শন র‌্যাড, টিন্ডার

২০১৫ সালে টিন্ডারের সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয় শন র‌্যাডকে। এর ছয় মাস পর তিনি স্বপদে ফিরেও আসেন। তবে এর কিছুদিন পর আবার এ পদ থেকে পদত্যাগ করেন। টিন্ডারের বিরুদ্ধে আনা যৌন হয়রানির এক মামলার কারণে তাঁকে সরিয়ে দেওয়া হয়।
সূত্র: গ্যাজেটস নাউ

আরও পড়ুন