বেসিসের নির্বাচন আগামীকাল, ১১ পদে লড়ছেন ৩৩ জন

বেসিসের প্রতীকসংগৃহীত

দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হবে আগামীকাল ৮ মে। রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের মিলনায়তনে অনুষ্ঠেয় এ নির্বাচনে বেসিসের ১ হাজার ৪৬৪ জন ভোটার গোপন ব্যালটে ভোট দেবেন। তাঁদের ভোটে কার্যনির্বাহী কমিটির ১১জন সদস্য নির্বাচিত হবেন। এর মধ্যে বেসিসের সাধারণ সদস্য শ্রেণি থেকে আটজন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্য শ্রেণি থেকে একজন করে নির্বাচিত হবেন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।

বেসিসের এবারের নির্বাচনে ১১ পদে লড়ছেন ৩৩জন প্রার্থী। প্রার্থীরা ‘টিম সাকসেস’, ‘ওয়ান টিম’ ও ‘টিম স্মার্ট’ নামের তিনটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

টিম সাকসেস প্যানেলের প্রার্থীরা
সংগৃহীত

টিম সাকসেস প্যানেলের দলনেতা ফ্লোরা টেলিকমের মোস্তাফা রফিকুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হচ্ছে তথ্যপ্রযুক্তি খাত। আর তাই বিজয়ী হলে আমরা ২০৪১ সাল পর্যন্ত এ খাতে কর অব্যাহতি নিশ্চিত করতে কাজ করব। এ জন্য আইএমএফ ও সরকারের নীতিনির্ধারকদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করতে চাই আমরা।’

সাকসেস প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির তৌফিকুল করিম, মোহাম্মদ আমিনুল্লাহ, মো. সহিবুর রহমান খান, ফারজানা কবির, মো. শফিউল আলম, ইমরান হোসেন, সৈয়দা নাফিসা রেজা এবং এন এম রাফসান জানি (সহযোগী), আবদুল আজিজ (অ্যাফিলিয়েট) ও আবু মুহাম্মদ রাশেদ মজিদ (আন্তর্জাতিক)।

ওয়ান টিম প্যানেলের প্রার্থীরা
সংগৃহীত

ওয়ান টিম প্যানেলের নেতৃত্বে আছেন বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ। তিনি বলেন, ‘গত দুই বছরে বেসিসকে আমরা বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্য সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। নির্বাচিত হলে দেশি প্রতিষ্ঠানের মাধ্যমেই দেশের সব ধরনের তথ্যপ্রযুক্তির চাহিদা পূরণ করতে চাই।’

এই প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির উত্তম কুমার পাল, দিদারুল আলম, রাশিদুল হাসান, এ কে এম আহমেদুল ইসলাম, ইকবাল আহমেদ ফখরুল হাসান, এম আসিফ রহমান, কে এ এম রাশেদুল মজিদ ও সৈয়দ আবদুল্লাহ জায়েদ (সহযোগী), বিপ্লব ঘোষ (অ্যাফিলিয়েট) ও সৈয়দ মোহাম্মদ কামাল (আন্তর্জাতিক)।

টিম স্মার্ট প্যানেলের প্রার্থীরা
সংগৃহীত

অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ‘টিম স্মার্ট’ প্যানেলের অন্য প্রার্থীরা হলেন সাধারণ সদস্য শ্রেণির মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, লিয়াকত হোসেইন, মীর শাহরুখ ইসলাম, এ এস এম রফিক উল্লাহ, মঞ্জুরুল আলম, সৈয়দা নওশাদ জাহান, মো. নিয়াজ মোর্শেদ এবং আরমান আহমেদ খান (সহযোগী), লুতফি হায়দার চৌধুরী (অ্যাফিলিয়েট) ও এ এইচ এম হাসিনুল কুদ্দুস (আন্তর্জাতিক।

প্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মো. নিয়াজ মোর্শেদ বলেন, ‘আমরা ভোটারদের আস্থা তৈরিতে কাজ করব। আমাদের শেষ অনুষ্ঠানে ভোটারদের মধ্যে উচ্ছ্বাস দেখেছি। নির্বাচিত হলে বেসিসের সব সদস্যকে নিয়ে কাজ করতে চাই।’

বেসিসের নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর দুই সদস্য হলেন সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

টি আই এম নূরুল কবির আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিধিমালা ও নির্বাচনী তফসিল অনুযায়ী সব হচ্ছে। আগামীকাল বুধবার বেলা ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এরপর ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে।’

আগামীকাল বুধবারের নির্বাচনে ভোটারদের সরাসরি ভোটে বেসিসের ১১জন পরিচালক নির্বাচিত হবেন। আগামী বৃহস্পতিবার নির্বাচিত ১১জন পরিচালকের মধ্য পদবণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে পদবণ্টনের ফলাফলও ঘোষণা করা হবে। ১১ মে বিকাল ৫টায় বেসিসের নতুন কমিটির ঘোষণা দেবে নির্বাচন বোর্ড।