আজ জিতবে আর্জেন্টিনা

কাশেফের হিসাবে আর্জেন্টিনা আজ জিতবেসংগৃহীত

আজ রাত একটায় গ্রুপ সির খেলা। কিন্তু আর্জেন্টিনা দল কিংবা এর সমর্থকদের জন্য পোল্যান্ডের বিপক্ষে এই ম্যাচ টিকে থাকার লড়াই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির রোবট কাশেফ অবশ্য যে ভবিষ্যদ্বাণী করেছে, তাতে সমর্থকদের মুখে হাসিই ফুটে উঠবে।কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি রোবট প্রোগ্রাম কাশেফ বিশ্বকাপের শুরু থেকেই হাজির ভার্চ্যুয়াল জ্যোতিষীর ভূমিকায়। এখন পর্যন্ত তার ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার হার ৬৮। খারাপ না, কী বলেন! তার ওপর ভরসা রাখতেই পারেন আর্জেন্টিনার ভক্তরা।

আরও পড়ুন

আজ রাতের আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচে আর্জেন্টিনাকে অনেকটাই এগিয়ে রেখেছে কাশেফ। তার ‘গণনা’-য় আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৫৭ শতাংশ। অন্যদিকে, পোল্যান্ডের সম্ভাবনা মাত্র ১৪ শতাংশ। ড্র হয়ে দুই দলের কপালে ১ পয়েন্ট করে জুটতে পারে—এমন সম্ভাবনা ২৯ শতাংশ দেখছে কাশেফ।

আজ রাতের বাকি তিন ম্যাচ সম্পর্কে কাশেফের ভবিষ্যদ্বাণী দেখা যাক। রাত নয়টায় হবে দুই ম্যাচ। অস্ট্রেলিয়া-ডেনমার্কের মধ্যে কাশেফ এগিয়ে রেখেছে ডেনমার্ককে। ৫৪ শতাংশ জয় দেখছে ডেনমার্কের। অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা ২০ শতাংশ। বাকিটা হতে পারে ড্র।

আরও পড়ুন

কাশেফের ভবিষ্যদ্বাণী অনুযায়ী রাত ৯টার অপর ম্যাচে জিতবে ফ্রান্স। সম্ভাবনা ৬৬ শতাংশ। তিউনিসিয়ার সম্ভাবনা মাত্র ৯ শতাংশ। ২৪ শতাংশ সম্ভাবনা ম্যাচটি ড্র হওয়ার।

রাত ১টায় আরেকটি ম্যাচে মুখোমুখি হবে সৌদি আরব ও মেক্সিকো। কাশেফ এতে মেক্সিকোর জয় হবে বলে বলছে। তার হিসাবে ৪৬ শতাংশ সম্ভাবনা মেক্সিকোর। সৌদি আরবের ২২ শতাংশ সম্ভাবনা ম্যাচটি জেতার। আর ড্রয়ের দিকে কাশেফের অনুমান ৩২ শতাংশ।

আরও পড়ুন

কাশেফ আল–জাজিরার তৈরি একটি রোবট সফটওয়্যার, যাকে তৈরি করা হয়েছে বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলাফল সম্পর্কে আগাম অনুমান করার জন্য। তবে কাশেফ অতি প্রাকৃত কোনো নিয়মে ভবিষ্যদ্বাণী করছে না। এই ভার্চ্যুয়াল জ্যোতিষী মূলত বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে। এ জন্য প্রায় ২০০ ধরনের ১ লাখ তথ্যের একটি ভান্ডার তৈরি করেছে আল-জাজিরা। গুগল ক্লাউডে থাকা এসব তথ্য দ্রুত পর্যালোচনা করে এখন পর্যন্ত ৬৮ শতাংশ নির্ভুল ভবিষ্যদ্বাণী করছে কাশেফ।

আজ যদি কাশেফের গণনা সঠিক থাকে, তবে আর্জেন্টিনা-ভক্তদের হাসিও টিকে থাকবে এই বিশ্বকাপে।