টিকটকে আপনার ভিডিও কারা দেখেছেন জানতে চান?

টিকটকরয়টার্স

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় টিকটক। তাই অনেকেই নিয়মিত বিভিন্ন বিষয়ের ভিডিও টিকটকে প্রকাশ করেন। নিজেদের তৈরি ভিডিওগুলো টিকটকে কারা দেখেছেন তা জানতে আগ্রহী অনেকেই। চাইলেই টিকটকে নিজেদের প্রকাশ করা ভিডিও কারা দেখেছেন, তা সহজেই জানা সম্ভব।

ভিডিওর তথ্য জানতে

টিকটকে আপনার প্রকাশ করা ভিডিওগুলো কারা দেখছেন, তা জানতে প্রথমে টিকটক অ্যাপের সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে প্রাইভেসি অপশন ট্যাপ করে পোস্ট ভিউস চালু করতে হবে। এরপর প্রোফাইলে অপশনের তিনটি রেখা মেনুতে ট্যাপ করে ক্রিয়েটর টুলস নির্বাচন করতে হবে। এবার পরের পৃষ্ঠায় থাকা অ্যানালাইটিকস অপশন নির্বাচন করলেই ভিডিওগুলো সম্প্রতি কারা দেখেছেন, তা জানা যাবে। তবে এ পদ্ধতিতে শুধুমাত্র অনুসারী কোন কোন ব্যাক্তি ভিডিও দেখেছেন তা জানার সুযোগ মিলবে।

আরও পড়ুন