অন্ধকারে ভূতের সঙ্গে লড়াই ‘আউটলাস্ট ২’

আউটলাস্ট ২রেড ব্যারেলস

গভীর রাত। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। গাছের ফাঁক দিয়ে উঁকি দেওয়া চাঁদের আলোয় গ্রামের রাস্তা ধরে একা হেঁটে যাচ্ছেন আপনি। গা–ছমছম করা পরিবেশ। ঠিক এমন সময় হঠাৎ একদল ভূত আক্রমণ করল আপনাকে। ভৌতিক সিনেমা যাঁরা পছন্দ করেন, তাঁদের কাছে মনে হতে পারে, এটি হয়তো কোনো সিনেমার গল্প। তবে তা নয়, ‘আউটলাস্ট ১’ গেমের পরবর্তী সংস্করণ ‘আউটলাস্ট ২’ গেম খেলার সময় এমনই এক ভয়ংকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ভূতের সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হবে গেমটিতে।

আগের সংস্করণের তুলনায় গেমটির গল্পে বৈচিত্র্য আনার পাশাপাশি গ্রাফিকস ও শব্দের মানও উন্নত করা হয়েছে। গেমটি মূলত ফার্স্ট পারসন হরর ভিডিও গেম। গেমটির মূল চরিত্রে খেলার সময় ভূতের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নিজেকেই ঠিক করতে হবে। গেমটি তৈরি করেছে ‘রেড ব্যারেলস’।

গেমটির কাহিনি গড়ে উঠেছে ব্লেক ল্যাঙ্গারম্যান ও তাঁর স্ত্রী লিনকে কেন্দ্র করে। হেলিকপ্টারে করে দূরের গন্তব্যে যাচ্ছিলেন তাঁরা। সঙ্গে ছিল একজন ক্যামেরাম্যান। আকাশে রহস্যময় আলোর ঝলকানির পরপরই দুর্ঘটনায় পড়ে হেলিকপ্টারটি। দুর্ঘটনায় বেঁচে থাকলেও অজ্ঞান হয়ে যান ব্লেক। জ্ঞান ফিরে লিনকে খুঁজতে খুঁজতে রহস্যময় গির্জার সামনে উপস্থিত হন। আশপাশে ভৌতিক পরিবেশ থাকলেও লিনকে খুঁজতে থাকেন তিনি। এ সময় হঠাৎ তার ওপর হামলা চালায় একদল ভূত। লিনকে উদ্ধারের সময় ভূতের আক্রমণে পরাস্ত হলেও বেশ কিছু ‘লাইফ’ সুবিধা ব্যবহারের সুযোগ পাওয়া যাবে গেমটিতে।
খেলতে যা লাগবে

উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর গেমটি খেলার জন্য কমপক্ষে ইন্টেল কোর আইথ্রি প্রসেসরে চলা কম্পিউটার ব্যবহার করতে হবে। হার্ডডিস্কে ৩০ গিগাবাইট জায়গা খালি রাখার পাশাপাশি ৪ গিগাবাইট র‍্যাম ও এনভিডিয়া জিফোরস জিটিএক্স ২৬০ বা এটিআই রেডন এইচডি ৪৮৭০ গ্রাফিকস কার্ডও থাকতে হবে কম্পিউটারে।