দেশের বাজারে নতুন ৩ অ্যান্টিভাইরাস

নতুন পণ্যগুলোর মোড়ক উন্মোচন করেন ক্যাসপারস্কি দক্ষিণ এশিয়ার কনজ্যুমার বিজনেস বিভাগের প্রধান পুরুষোত্তম ভাটিয়া (মাঝখানে)স্মার্ট টেকনোলজিস

বাংলাদেশে ‘ক্যাসপারস্কি স্ট্যান্ডার্ড’, ‘ক্যাসপারস্কি প্লাস’ ও ‘ক্যাসপারস্কি প্রিমিয়াম’ নামের নতুন তিনটি নিরাপত্তা পণ্য আনার ঘোষণা দিয়েছে রাশিয়ার অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। গত শনিবার রাজধানীর একটি হোটেলে নতুন পণ্যগুলোর মোড়ক উন্মোচন করেন ক্যাসপারস্কি দক্ষিণ এশিয়ার কনজ্যুমার বিজনেস বিভাগের প্রধান পুরুষোত্তম ভাটিয়া। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাসের পরিবেশক স্মার্ট টেকনোলজিস।

অনুষ্ঠানে পুরুষোত্তম ভাটিয়া বলেন, ‘তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার পাশাপাশি সাইবার নিরাপত্তায় ঝুঁকিও বেড়েছে। সাইবার ঝুঁকি থেকে ইন্টারনেট ব্যবহারকারীদের রক্ষা করতে আমরা আমাদের বিভিন্ন সফটওয়্যারকে আরও শক্তিশালী করেছি। নতুন পণ্যগুলো ব্যবহারকারীদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করবে।’

স্মার্ট টেকনোলজিসের ডিস্ট্রিবিউশন বিজনেস বিভাগের পরিচালক জাফর আহমেদ জানিয়েছেন, ক্যাসপারস্কির নতুন নিরাপত্তা পণ্যগুলো আগস্ট মাস থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের চ্যানেল সেলস বিভাগের পরিচালক মুজাহিদ আলবেরুনী, সফটওয়্যার বিজনেস বিভাগের প্রধান মিরসাদ হোসেন এবং ক্যাসপারস্কি পণ্যের ব্যবস্থাপক শফিউল আলম।