বিভিন্ন রেজল্যুশনের ভিডিও প্রক্রিয়ার সময় জানাবে ইউটিউব

বিভিন্ন রেজল্যুশনের ভিডিও প্রক্রিয়ার সময় দেখা যাবে ইউটিউবে
ছবি: স্ক্রিনশট

ভিডিও নির্মাতাদের জন্য সুখবর। ইউটিউবে ভিডিও আপলোডের পর সেটি বিভিন্ন রেজল্যুশন উপযোগী হতে কত সময় প্রয়োজন হবে, তা দেখা যাবে ইউটিউবে। ফলে ভিডিও আপলোডের পর সেটি এসডি, এইচডি ও ফোরকে রেজল্যুশনের উপযোগী হওয়ার আনুমানিক সময় জানা যাবে।

ইউটিউবে কোনো ভিডিও আপলোডের সময় সেটি প্রথমে কম্পিউটার বা ফোন থেকে করা হয়। এরপর সেটি এসডি, এইচডি ও ফোরকে রেজল্যুশনে দেখার উপযোগী করা হয়। প্রথম দফায় ভিডিও আপলোডের সময় দেখা গেলেও বিভিন্ন রেজল্যুশনের উপযোগী হতে কত সময় লাগবে, তা এত দিন ইউটিউবে দেখা যেত না। নতুন এই সুবিধা চালুর ফলে আপলোড করা ভিডিও এসডি, এইচডি ও ফোরকে রেজল্যুশনের উপযোগী হতে কত সময় লাগবে, তা জানা যাবে।

ইউটিউবের তথ্য মতে, ভিডিওকে এসডি রেজল্যুশনের উপযোগী করতে সময় কম প্রয়োজন হয়। আর এইচডি ও ফোরকে উপযোগী করতে সময় বেশি লাগবে। বিভিন্ন ফরম্যাটে ভিডিও প্রক্রিয়ার সময় জানার সুযোগ থাকায় কনটেন্ট নির্মাতারা আগের তুলনায় স্বচ্ছন্দে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন।
সূত্র: নাইনটুফাইভগুগল