পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সারা দেশে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দ্রুতগতির ইন্টারনেট-সংযোগ স্থাপন করেছে সরকার। ফলে বর্তমানে দেশের প্রায় ১০ কোটি মানুষ দ্রুতগতির ইন্টারনেট ব্যবহার করছে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন জাতীয় আইসিটি অবকাঠামো উন্নয়ন (ইনফো-সরকার তৃতীয় পর্যায়) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ডিজিটাল বাংলাদেশের চারটি স্তম্ভের মধ্যে কানেকটিং সিটিজেন স্তম্ভের উন্নয়নে ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চার বছর ধরে এ প্রকল্পের সহায়তায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) উদ্যোক্তারা বিনা মূল্যে পাঁচ এমবিপিএস গতির ব্যান্ডউইথড ইন্টারনেট সেবা ব্যবহার করছেন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা ১ লাখ ৯ হাজার ২৪৪টি সরকারি প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগও দিয়েছে এ প্রকল্প।
সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, গ্রাম হবে শহর—এ ঘোষণার আওতায় সরকার গ্রামবাসীকে বিদ্যুৎ, ইন্টারনেট, আধুনিক সড়ক যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা ব্যবহারের সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে ২০১৭ সালে বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়নে ইনফো-সরকার ৩য় পর্যায় প্রকল্প চালু করা হয়। প্রকল্পটির মাধ্যমে দেশের ২ হাজার ৬০০ ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু করা হয়েছে।