গিগাবাইটের বিপণন পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

গিগাবাইটের ভাইস প্রেসিডেন্ট টনি লিওর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম (ডান থেকে তৃতীয়)সংগৃহীত

বাংলাদেশে গিগাবাইট পণ্যের বাজার সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখায় ‘গিগাবাইট এশিয়া প্যাসিফিক মার্কেটিং এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩’ পেয়েছে স্মার্ট টেকনোলজিস। গতকাল বুধবার তাইওয়ানের তাইপেতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে গিগাবাইট পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিসকে এ পুরস্কার দেওয়া হয়। আজ এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে গিগাবাইটের ভাইস প্রেসিডেন্ট টনি লিওর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় গিগাবাইটের এশিয়া প্রশান্ত অঞ্চলের বিক্রয় পরিচালক শিভা, উপব্যবস্থাপক এলান সু ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য কম্পিউটারের প্রয়োজনীয় প্রায় সব যন্ত্রাংশ তৈরি করে থাকে তাইওয়ানের প্রযুক্তিপ্রতিষ্ঠান গিগাবাইট। বাংলাদেশে গিগাবাইট ব্র্যান্ডের ল্যাপটপ, মনিটর, র‍্যাম, মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, এসএসডিসহ বিভিন্ন যন্ত্রাংশ পাওয়া যায়।