অ্যাসোসিও সামিটে চারটি পুরস্কার পেল বাংলাদেশ

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক সংগঠনগুলোর সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের (অ্যাসোসিও) চারটি পুরস্কার পেয়েছে বাংলাদেশ। গত শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত অ্যাসোসিও ওয়ার্ল্ড সামিটে ‘আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি’ বিভাগে ফিফোটেক, ডিজিটাল গভর্নমেন্ট বিভাগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর (ডিওআইসিটি), হেলথ টেক বিভাগে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এবং এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স বিভাগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ পুরস্কার পায়। সংস্থাগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অ্যাসোসিওর চেয়ারম্যান ডেভিড ওয়াং।

উল্লেখ্য, অ্যাসোসিও ওয়ার্ল্ড সামিটে অ্যাসোসিওর বাংলাদেশের আবদুল্লাহ এইচ কাফিকে আজীবন চেয়ারম্যানের স্বীকৃতি দেওয়া হয়।

অ্যাসোসিওর পুরস্কার প্রাপ্তি এবং সংগঠনটির আজীবন চেয়ারম্যান হিসেবে আবদুল্লাহ এইচ কাফি নির্বাচিত হওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি সুব্রত সরকার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বিসিএসের সাবেক সভাপতি আবদুল্লাহ এইচ কাফি অ্যাসোসিওর আজীবন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন, যা অসাধারণ সাফল্য। একই সঙ্গে বাংলাদেশের চারটি প্রতিষ্ঠান পুরস্কার পাওয়ায় বিশ্বের কাছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা তুলে ধরা সম্ভব হয়েছে।

অ্যাসোসিও পুরস্কার পাওয়া ফিফোটেকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ অর্জন শুধু ফিফোটেকের না। এ অর্জন সমগ্র বাংলাদেশের। প্রযুক্তি খাতে অবদান রাখায় এ পুরস্কার পেয়েছি আমরা। এ পুরস্কার পাওয়ায় আমাদের কাজ ও দায়িত্ব আরও বেড়ে গেল।’

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২২টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠন অ্যাসোসিওর সদস্য। ১৯৮৪ সালে যাত্রা শুরু করে সংগঠনটি।