অ্যাপ নির্মাতাদের ভার্চ্যুয়াল সহকারী তৈরির সুযোগ দেবে ওপেনএআই
গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট চ্যাটজিপিটি উন্মুক্ত করে ওপেনএআই। এবার প্রযুক্তি দুনিয়ায় হইচই ফেলে দেওয়া চ্যাটজিপিটিতে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে নিজস্ব ভার্চ্যুয়াল সহকারী তৈরির সুযোগ দিতে নতুন এপিআই তৈরি করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস অনুষ্ঠিত ডেভেলপার সম্মেলনে ‘এপিআই অ্যাসিস্ট্যান্ট’ নামের এপিআই তৈরির ঘোষণা দিয়েছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।
সম্মেলনে জানানো হয়, ‘এপিআই অ্যাসিস্ট্যান্ট’ ব্যবহার করে অ্যাপ নির্মাতারা চাইলেই নিজেদের অ্যাপের কোড বিশ্লেষণের পাশাপাশি প্রয়োজনীয় কোড যুক্ত করতে পারবেন। কোড ইন্টারপ্রেট সুবিধা থাকায় এই এপিআই দিয়ে গ্রাফ ও তালিকাও তৈরি করা যাবে। বর্তমানে বিভিন্ন অ্যাপ নির্মাতাদের ওপর এপিআইটির কার্যকারিতা পরখ করা হচ্ছে।
ওপেনএআইয়ের তথ্যমতে, অ্যাসিস্ট্যান্ট এপিআইটি ব্যবহার করে নিজেদের তৈরি অ্যাপে ভার্চ্যুয়াল সহকারী সুবিধাও যুক্ত করতে পারবেন নির্মাতারা। এর ফলে ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় আরও ভালোভাবে অ্যাপ ব্যবহার করতে পারবেন। শিগগিরই এপিআইটি সবার জন্য উন্মুক্ত করা হবে।
সম্মেলনে এপিআই অ্যাসিস্ট্যান্ট ছাড়া চ্যাটজিপিটির স্টোর, এআই জিপিটিসহ বিভিন্ন সুবিধাও চালুর ঘোষণা দিয়েছে ওপেনএআই।
সূত্র: টেক ক্র্যাঞ্চ