ইউটিউব শর্টসের নতুন সুবিধা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যবহারকারীদের
আকারে ছোট ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। আর তাই আকারে ছোট ভিডিও সহজে তৈরির পাশাপাশি আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতে শর্টসে নিয়মিত নতুন সুবিধা চালু করে থাকে ইউটিউব। এরই ধারাবাহিকতায় সম্প্রতি শর্টসে যুক্ত করা হয়েছে ‘রোটেট শর্টস’ নামের সুবিধা। তবে চালুর পরপরই সুবিধাটির বিষয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন ইউটিউব ব্যবহারকারীরা। ব্যবহারকারীদের অভিযোগ, রোটেট শর্টস সুবিধা চালুর পর আকারে ছোট ভিডিও দেখার সময় স্মার্টফোনের পর্দার বড় অংশই খালি থাকে। ফলে বাধ্য হয়ে ছোট পর্দায় ভিডিও দেখতে হয়।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম অ্যান্ড্রয়েড অথরিটি জানিয়েছে, ইউটিউব অ্যাপের অ্যাকসেসিবিলিটি সেটিংস থেকে সহজেই রোটেট শর্টস সুবিধা চালু করা যায়। তবে ব্যবহারকারীদের অনেকেই রোটেট শর্টস সুবিধাকে হতাশাজনক বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, ল্যান্ডস্কেপ মোডে শর্টস ভিডিও চালু করলে ফোনের পর্দার দুই পাশেই ফাঁকা থাকে। এর ফলে ভিডিওর মূল অংশ ছোট হয়ে যায়। পাশাপাশি ভিডিও নিয়ন্ত্রণের বিভিন্ন বাটন এক পাশে সরে যাওয়ার সেগুলো ব্যবহার করতে সমস্যা হয়।
ইউটিউবের তথ্যমতে, রোটেট শর্টস সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। অর্থাৎ, এটি ‘অপ্ট-ইন’ সুবিধা হওয়ায় ব্যবহারকারীরা চাইলে ব্যবহার করতে পারবেন। আগ্রহীরা ইউটিউবের সেটিংস অপশনে প্রবেশ করে সুবিধাটি গিয়ে করতে পারবেন। একইভাবে চাইলে সেটিংস থেকে সুবিধাটি বন্ধ করে রাখা যাবে।
প্রসঙ্গত, রোটেট শর্টস সুবিধাটি সবার জন্য এখনো উন্মুক্ত করা হয়নি। বিশ্বের বিভিন্ন দেশে ধাপে ধাপে সুবিধাটি চালু করছে ইউটিউব। এর ফলে এখনই সবার স্মার্টফোনে সুবিধাটি ব্যবহার করা যাবে না।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ