ফোনের নেপথ্যে ইউটিউব ভিডিও চালু রাখবেন যেভাবে

ফোনের নেপথ্যে ইউটিউব ভিডিও চালু রাখা যায়ইউটিউব

বিনোদনের অন্যতম উৎস এখন ইউটিউব। গান শোনার জন্যও ইউটিউব জনপ্রিয়। তবে ফোনে অন্য কাজ করার সময় ইউটিউব স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। ফলে গান শুনতে শুনতে অন্য কাজ করা যায় না। তবে চাইলেই কিছু কৌশল অবলম্বন করে ফোনের নেপথ্যে (ব্যাকগ্রাউন্ডে) ইউটিউব ভিডিও চালু রাখা যায়।

আরও পড়ুন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের নেপথ্যে ইউটিউব চালুর জন্য ক্রোম ব্রাউজারের মাধ্যমে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এবার ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ইউটিউবের ডেস্কটপ সংস্করণ নির্বাচনের পর পছন্দের ভিডিও চালু করতে হবে। এরপর ওয়েবসাইট থেকে বের হয়ে মুঠোফোনের নোটিফিকেশন বার নিচে নামালেই মিডিয়া কন্ট্রোল বক্স পাওয়া যাবে। এবার প্লে অপশনে ক্লিক করলেই ফোনের নেপথ্যে ভিডিওটি চলতে থাকবে।

আরও পড়ুন

আইফোনের নেপথ্যে ইউটিউব চালুর জন্য সাফারি ব্রাউজারের মাধ্যমে ইউটিউবের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর অ্যাড্রেস বারের ওপরের বাঁ দিকে থাকা এএ আইকনে ট্যাপ করে রিকোয়েস্ট ডেস্কটপ ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর ওয়েবসাইট থেকে বের হয়ে কন্ট্রোল সেন্টার অপশন নিচে নামালেই দেখা যাবে মিউজিক কন্ট্রোল বক্স। এবার প্লে অপশনে ক্লিক করতে হবে।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন