হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে যেসব নতুন সুবিধা আসছে

হালনাগাদে নতুন কিছু সুবিধা যুক্ত হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপের গ্রুপ কলে। আপাতত এসব সুবিধা বেটা সংস্করণের ব্যবহারকারীরা ব্যবহার করতে পারছেন। ডব্লিউ এ বেটা ইনফোর তথ্য অনুসারে, নতুন হালনাগাদে গ্রুপ কল শুরুর সময় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়বে। এ ছাড়া গ্রুপ কলের ইন্টারফেসেও পরিবর্তন আনা হবে যাতে ব্যবহারকারীরা উন্নত অভিজ্ঞতা পান।

ডব্লিউ এ বেটা ইনফো বলছে, অ্যান্ড্রয়েড ২.২৩.১৯.১৬ হালনাগাদের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণে এ সুবিধাগুলো ব্যবহার করা যাচ্ছে। এ সুবিধার ফলে সর্বোচ্চ ৩১ জন অংশগ্রহণকারীকে নির্বাচন করে গ্রুপ কল শুরু করা যাবে। ফলে খুব সহজেই হোয়াটসঅ্যাপে অনেকের সঙ্গে একবারে কথা বলতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়া কল ট্যাবের ইন্টারফেসেও কিছু পরিবর্তন আনা হবে। নতুন হালনাগাদে গ্রুপ কল চালুর জন্য নতুন প্লাস আইকন যুক্ত হয়েছে। এখানে ট্যাপ করে গ্রুপ কল শুরু করা যাবে। নতুন হালনাগাদে কল লিংক তৈরি করার নির্দেশনা উল্লেখ থাকবে না। এর পরিবর্তে নিউ কল অপশন থাকবে। যেখানে লেখা থাকবে, একের বেশি কনটাক্টস যোগ করে গ্রুপ কল শুরু করুন।

এখন ৩২ জন সদস্যসহ গ্রুপ কল করা গেলেও কল শুরু করার সময় সর্বোচ্চ ১৫ জন অংশগ্রহণকারী নির্বাচন করা যায়। এর আগে কল শুরুর সময় সর্বোচ্চ সাতজন অংশগ্রহণকারী নির্বাচন করা যেত। নতুন হালনাগাদের ফলে একবারে সব সদস্যসহ গ্রুপ কল শুরু করতে পারবেন।

এখন সুবিধাটি বেটা সংস্করণের নির্দিষ্ট ব্যবহারকারীরা ব্যবহারের সুযোগ পাচ্ছেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে সবার জন্য সুবিধাটি উন্মুক্ত হবে।

সূত্র: গ্যাজেটস নাউ