তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সম্মেলন হবে খাগড়াছড়িতে

খাগড়াছড়ির পৌর মিলনায়তনে হবে হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যালসংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মান উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি পেশাজীবী সম্মেলনের আয়োজন করা হয়েছে। ‘হিলট্র্যাক্টস আইটি কার্নিভ্যাল ২০২৪’ শীর্ষক এ আয়োজন ২ মার্চ জেলার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজনে পার্বত্য চট্টগ্রামের তিন শতাধিক পেশাদার ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তাসহ স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেবেন। সম্মেলনে সফল উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও লেখকেরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি সফল হওয়ার বিভিন্ন দিকনির্দেশনা দেবেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সম্মেলনের আয়োজক এডুলাইফ আইটি ইনস্টিটিউট।

এডুলাইফ আইটি ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আমির হোসেন জানিয়েছেন, এই সম্মেলনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীরা দেশের সফল উদ্যোক্তা ও প্রোগ্রামারদের কাছ থেকে বিভিন্ন বিষয় শিখতে পারবেন। শুধু তা–ই নয়, স্থানীয় ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের নেটওয়ার্কও তৈরি হবে। ফলে এই অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতে এই সম্মেলন ইতিবাচক ভূমিকা রাখবে।

দুই পর্বের এ সম্মেলনে স্থানীয় সফল তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সম্মাননা জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হবে ইংরেজি দক্ষতা যাচাই ও ভিডিও কনটেন্ট তৈরির প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কারও দেওয়া হবে।