অ্যান্ড্রয়েডেও আসছে 'এয়ারড্রপ'

এয়ারড্রপ। ছবি: এক্সডিএ ডেভেলপারসের সৌজন্য
এয়ারড্রপ। ছবি: এক্সডিএ ডেভেলপারসের সৌজন্য

দুটি আইফোন কাছাকাছি রেখে ডেটা স্থানান্তরের প্রযুক্তি হলো এয়ারড্রপ। এবার অ্যান্ড্রয়েডেও আসছে এমন সুবিধা। নাম দেওয়া হচ্ছে ‘নেয়ারবাই শেয়ারিং’। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত গুগলের পিক্সেল সিরিজের দুটি স্মার্টফোনে পরীক্ষা করে দেখছে এক্সডিএ ডেভেলপারস।

পিক্সেল ২ এক্সএল ও পিক্সেল ৪ ফোনের মধ্যে এ ফিচারটি পরীক্ষা করে দেখার পর আশানুরূপ ফল পাওয়া যায়। এটি আগে ‘ফাস্ট শেয়ার’ নামে পরিচিত ছিল। এটি গুগলের অ্যান্ড্রয়েড বিমের পরবর্তী সাফল্য হিসেবে ধরা হয়।

এক্সডিএ ডেভেলপাররা বলছে, অ্যান্ড্রয়েড ডিভাইসে ফিচারটি গুগল প্লে সার্ভিসেস হিসেবে প্রি–ইনস্টল থাকতে পারে। তা ছাড়া গুগল এটি উন্মুক্ত না করলে বিস্তারিত জানার সুযোগ নেই। তবে পরীক্ষা করে দেখা গেছে, গুগলের এ সেবাটি ব্যবহার করা সহজ। তথ্যসূত্র: ম্যাশেবল