অ্যাপল ও আমাজন সরিয়ে দিল ‘পার্লার’ অ্যাপ

পার্লার অ্যাপ
ছবি : রয়টার্স

সামাজিক যোগাযোগের সাইট পার্লারকে অ্যাপ স্টোর থেকে সরিয়ে দিয়েছে অ্যাপল। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কুপারটিনোভিত্তিক প্রতিষ্ঠানটি বলেছে, সামাজিক নেটওয়ার্কিং সাইটটি সহিংসতা বিস্তারে উৎসাহ দেওয়ার পোস্ট রোধ করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেনি। এ সমস্যা সমাধান না করা পর্যন্ত অ্যাপ স্টোর থেকে পার্লারকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

এর আগে সাইটটিকে বিস্তারিত কনটেন্ট পর্যালোচনা পরিকল্পনা জমা দিতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল অ্যাপল। তাদের অভিযোগ ছিল, ওই সাইটের কিছু ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের অবরোধের সমন্বয় করতে সহায়তা করেছে।

অ্যাপলের মতো আমাজনও পার্লার অ্যাপটিকে আমাজন ওয়েব সার্ভিসেস (এডাব্লিউএস) সেবা থেকে সরিয়ে ফেলেছে। বাজফিড নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের শর্ত ভঙ্গে অপরাধে ওই অ্যাপটি সরিয়ে দেওয়া হয়েছে। সাইটটি সহিংস কনটেন্ট বিস্তার ঠেকাতে ব্যর্থ হয়েছে। তারা পার্লার কর্তৃপক্ষকে মেইল পাঠিয়ে জানিয়েছে, রোববার থেকে অ্যাপটি এডাব্লিউএস সেবা থেকে নিষিদ্ধ হবে।

এর আগে গত শুক্রবার গুগলও তাদের প্লে স্টোর থেকে সহিংসতা ছড়ানোর অভিযোগে পার্লার অ্যাপটিকে নিষিদ্ধ করে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানায়, গত শুক্রবার পার্লার অ্যাপটিকে সরিয়ে ফেলার জন্য অ্যাপল ও গুগলের ওপর চাপ তৈরি হয়। কারণ, অ্যাপটি রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম এবং এতে অন্য সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মের মতো শক্তিশালী কনটেন্ট নিয়ন্ত্রণব্যবস্থা অনুসরণ করা হয় না। গত বুধবার যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকেরা হামলা চালানোর পর এই অ্যাপ সরানোর জন্য দাবি ওঠে।

পার্লারের প্রধান নির্বাহী জন মেটজে এক বিবৃতিতে বলেছেন, অ্যাপ স্টোর থেকে পার্লার অ্যাপটি সরিয়ে দেওয়া বীভৎস দ্বিচারি সিদ্ধান্ত।