অ্যাপলের যা কিছু নতুন

বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার রাত ৮টায় যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে নতুন পণ্যের ঘোষণা দিয়েছে অ্যাপল ইনকরপোরেটেড। সেখানে পাতলা ল্যাপটপ কম্পিউটার ম্যাকবুক এয়ার, ছোট আকারের ডেস্কটপ কম্পিউটার ম্যাক মিনি এবং দুটি সংস্করণের আইপ্যাড প্রোর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।

ম্যাকবুক এয়ার
প্রতিবছরই পাতলা গড়নের ল্যাপটপ কম্পিউটার ম্যাকবুক এয়ারের ঘোষণা দেয় অ্যাপল। তবে বিশেষজ্ঞরা বলছেন, গত তিন বছরে এটাই ম্যাকবুক এয়ারের ‘নতুন’ কোনো সংস্করণ। অর্থাৎ এতে নতুন কিছু আছে। নতুন ম্যাকবুক এয়ারে ১৩.৩ ইঞ্চি রেটিনা ডিসপ্লে, ৫০ শতাংশ চিকন বেজেল (পর্দার বাইরের জায়গা), দুটি ইউএসবি-সি পোর্ট এবং উন্নত নিরাপত্তার জন্য টাচ আইডি যোগ করা হয়েছে। আরও থাকছে অষ্টম প্রজন্মের ইনটেল ডুয়েল কোর প্রসেসর, ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম এবং ১.৫ টেরাবাইট পর্যন্ত সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। দাম শুরু হয়েছে ১ হাজার ১৯৯ ডলার থেকে।

ম্যাক মিনি
২০১৪ সালের পর এই প্রথম ছোট আকারের ডেস্কটপ কম্পিউটার ম্যাক মিনি আনল অ্যাপল। এতে অষ্টম প্রজন্মের ৬ কোর পর্যন্ত প্রসেসর, ৬৪ গিগাবাইট পর্যন্ত র‍্যাম এবং ২ টেরাবাইট পর্যন্ত ফ্ল্যাশ স্টোরেজ যোগ করা যাবে। তবে কোয়াড কোর ইনটেল কোর আইথ্রি প্রসেসর, ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট এসএসডির বেসিক মডেলের দাম পড়বে ৭৯৯ ডলার। পাওয়া যাবে ৭ নভেম্বর থেকে।

আইপ্যাড প্রো
প্রথমবারের মতো হোম বাটন ছাড়া আইপ্যাড বাজারে আনল অ্যাপল। পাতলা বেজেলের নতুন নকশার আইপ্যাড প্রো ট্যাবলেট কম্পিউটারে যুক্ত করা হয়েছে ফেস আইডি ও ইউএসবি-সি পোর্ট। আর আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী প্রসেসর আছে এতে। ১১ ও ১২.৯ ইঞ্চি পর্দার দুটি সংস্করণে পাওয়া যাবে আইপ্যাড প্রো। নতুন আইপ্যাড প্রোতে এ১২এক্স বায়োনিক চিপ, ৮ কোর প্রসেসর এবং ৭ কোরের গ্রাফিক প্রসেসর থাকছে। ফলে আগের সংস্করণের তুলনায় ৯০ শতাংশ বেশি গতিতে কাজ করবে নতুন আইপ্যাড। নতুন আইপ্যাডের সঙ্গে নতুন মডেলের অ্যাপল পেনসিলের ঘোষণাও দিয়েছে অ্যাপল। ইউএসবি-সি পোর্টের সাহায্যে আইপ্যাড থেকে আইফোনের চার্জ দেওয়া যাবে।

সূত্র: অ্যাপল নিউজরুম