বাংলাদেশে ব্যাংক ও পর্যটন খাতে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনসের (অ্যাপস) চাহিদা রয়েছে। বাংলাদেশি অ্যাপ নির্মাতারা এ খাতে মনোযোগ দিতে পারেন। আর অ্যাপ তৈরি, অ্যাপ বিপণনের কাজে সহায়তার জন্য গুগলের বিভিন্ন প্রোগ্রাম বা টুল রয়েছে। এসব টুলের ব্যবহার জানতে হবে। অনলাইন থেকে অফলাইন সব ব্যবহারকারীর কাছ থেকে মতামত নিয়ে সে অনুযায়ী অ্যাপ তৈরি করা ভালো। তবে শতকোটি ডলারের বাজারে ঢোকা যাবে। গতকাল সোমবার ঢাকার বেসিস মিলনায়তনে গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) সোনারগাঁও এবং মোবাইল মানডে ঢাকা চ্যাপ্টারের যৌথ উদ্যোগে মোবাইল অ্যাপ বিপণন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন গুগল ইউএসএ এজেন্সি ডেভেলপমেন্টের প্রধান বিকি রাসেল।
রাসেল জানান, বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের মতে, ২০১৪ সালে মোবাইল অ্যাপের বাজার প্রায় সাড়ে তিন হাজার ডলারের হবে। বিশাল এই অ্যাপ বাজারে বাংলাদেশেরও অপার সম্ভাবনা রয়েছে।
সেমিনারে আলোচকেরা বলেন, সঠিক প্রচারণা কৌশল ও ব্যবহারকারীদের প্রয়োজন অনুযায়ী মৌলিক ও আকর্ষণীয় অ্যাপ তৈরি করলে এই বাজার ধরতে তেমন বেগ পেতে হবে না।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, বেসিসের পরিচালক ও সানি মো. আশরাফ খান, গুগল বাংলাদেশের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট খান মো. আনোয়ারুস সালাম প্রমুখ।