আইফোন ৬ প্লাসের প্রেমে এশীয়রা

এশিয়ার ভোক্তারা প্রেমে পড়েছেন আইফোন৬ প্লাসের। তাঁদের আইফোনের নতুন এই সংস্করণটির প্রতি আগ্রহ দিন দিন বেড়েই চলেছে। মোবাইল অ্যাড নেটওয়ার্ক অ্যাপলাভিনের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। বিজনেস ইনসাইডারে এ তথ্য প্রকাশিত হয়েছে।
অ্যাপলাভিন তাঁদের নিজস্ব তথ্য বিশ্লেষণ করে দেখেছে, এ মুহূর্তে আইফোন ৬ পছন্দ করছেন ৮০ শতাংশ ভোক্তা আর ২০ ভাগ আইফোন৬ প্লাস। কিন্তু এশিয়ার কয়েকটি দেশে আইফোন ৬ প্লাস আরও বেশি জনপ্রিয়। এর মধ্যে চীনে আইফোন ৬ প্লাস–প্রেমী বেশি। চীনে আইফোন ৬ প্লাসের জনপ্রিয়তা ৩৫ শতাংশ বেশি দেখা যায়। আইফোন ৬ ভোক্তার সংখ্যার দিক থেকে চীনকে পেছনে ফেলেছে জাপান, ভিয়েতনাম ও ফিলিপাইন। জাপান ও ভিয়েতনামে আইফোন ৬ প্লাস ভোক্তার হার ৩৬ শতাংশ পর্যন্ত বেশি দেখা গেছে। ফিলিপাইনে এই হার ৩৭ শতাংশ পর্যন্ত। শুধু দক্ষিণ কোরিয়ায় এই হার ২৯ শতাংশের নিচে।
এ বছরের সেপ্টেম্বরে ৪.৭ ইঞ্চি মাপের আইফোন ৬ ও ৫.৫ ইঞ্চি মাপের ৬ প্লাস বাজারে এনেছে অ্যাপল।
বাংলাদেশে গ্রামীণফোন ও রবি আইফোন ৬ ও ৬ প্লাস বিক্রি করছে। আইফোন ৬ এর ১৬ জিবি মডেল ৭৩ হাজার ৮২৫ টাকা, ৬৪ জিবি মডেল ৮৫ হাজার ২০০ টাকা এবং আইফোন ৬ প্লাস ১৬ জিবি মডেল ৮৫ হাজার ২০০ টাকায় বিক্রি করছে এই দুই মোবাইল অপারেটর। মাসিক কিস্তিতেও এই ফোন কেনার সুযোগ রেখেছে তারা।