আগামী বছর কোন প্রযুক্তি চলবে বেশি

২০১৬ সাল দোরগোড়ায়। এ বছর স্মার্টফোন, ট্যাবের মতো অনেক নতুন প্রযুক্তিপণ্যের দেখা মিলেছে। আগামী বছরেও প্রযুক্তি ক্ষেত্রের নানা ক্ষেত্রে উন্নতি অব্যাহত থাকবে। 

ভারচুয়াল রিয়েলিটিতে বাড়বে অনুভব
ভারচুয়াল রিয়েলিটিতে বাড়বে অনুভব

ভারচুয়াল রিয়েলিটিতে বাড়বে অনুভব
আগামী বছর যে প্রযুক্তিগুলো নজর কাড়বে, এর মধ্যে প্রথমেই রয়েছে ভারচুয়াল রিয়েলিটি বা ভিআর। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনার উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে, কম্পিউটারনিয়ন্ত্রিত ব্যবস্থা, যার মাধ্যমে মডেলিং ও অনুকরণবিদ্যা প্রয়োগে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে অনুকরণ করা পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতো হতে পারে। এ ক্ষেত্রে অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটি থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। আবার অনেক সময় অনুকরণকৃত বা সিম্যুলেটেড পরিবেশ বাস্তব থেকে আলাদা হতে পারে। যেমন—ভার্চুয়াল রিয়েলিটি গেমস। এতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটারনিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত হয়ে যায়। তথ্য আদান-প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইসসংবলিত হেড মাউন্ডেড ডিসপ্লে, ডেটা গ্লোভ, পূর্ণাঙ্গ বডি স্যুইট ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তবকে উপলব্ধি করা হয়।
এ খাতে বর্তমানে উন্নত বিশ্ব প্রচুর অর্থ ব্যয় করছে। সম্প্রতি গুগলও লাইভলি নামে ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করেছে। যেখানে ভার্চুয়াল কক্ষে বা পরিবেশে যে কেউ তার বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনকে নিয়ে প্রবেশ করতে পারে। সেখানে ইচ্ছেমতো বস্তু দিয়ে সাজানো, বন্ধুদের সঙ্গে মারামারি, নাচানাচি ও আবেগের গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি সম্ভব।

বন্ধু হবে রোবট
বন্ধু হবে রোবট

বন্ধু হবে রোবট
আগামী বছর যে প্রযুক্তি চল হয়ে দঁড়াবে, তা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমান রোবটের ব্যবহার। গৃহকর্ম থেকে শুরু করে কলকারখানায়, যুদ্ধক্ষেত্র থেকে মহাকাশ জয়ে সবখানেই আজ রোবট ব্যবহার করা হচ্ছে। রোবটকে দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাও। আগামী দিনে রোবটের গুরুত্ব আরও বাড়বে। আর তাই নতুন ও ভিন্ন ধাঁচের বিচক্ষণ রোবট বানানোয় এক ধরনের প্রতিযোগিতা চলছে বিশ্বজুড়েই।
পরিধেয় প্রযুক্তিপণ্য কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে
আগামী বছরে কর্মক্ষেত্রে পরিধানযোগ্য প্রযুক্তিপণ্যের ব্যবহার শুরু হতে দেখা যেতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের জন্য এ ধরনের প্রযুক্তিপণ্যের ব্যবহার শুরু করতে পারে।

মোবাইল ফোন হবে আরও দ্রুতগতির
মোবাইল ফোন হবে আরও দ্রুতগতির

মোবাইল ফোন হবে আরও দ্রুতগতির
আগামী বছর নতুন নতুন স্মার্টফোন বাজারে দেখা যাবে। অধিকাংশ হবে বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনের চেয়ে দ্রুতগতির। বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলো থ্রিজি বা ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে। তবে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা পরবর্তী প্রজন্মের স্মার্টফোন নেটওয়ার্ক, অর্থাৎ ৫জি সমর্থন করে এমন স্মার্টফোন তৈরি শুরু করতে পারে। জুনিপার রিসার্চের গবেষক নিতিন ভাস বলেন, বর্তমানে ফোরজি নেটওয়ার্কের চেয়ে ৫জি হবে শতগুণ দ্রুতগতির। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান ৫জি নিয়ে গবেষণা শুরু করেছে।

যোগাযোগ হবে স্ক্রিন থেকে স্ত্রিনে
যোগাযোগ হবে স্ক্রিন থেকে স্ত্রিনে

যোগাযোগ হবে স্ক্রিন থেকে স্ত্রিনে
মানুষ এখন স্ক্রিনের দিকে তাকেয়ে বেশি সময় কাটায়। প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানগুলো এখন এক স্ক্রিন থেকে আরেক স্ত্রিনে যাতে সহজে যোগাযোগ করা যায়, সে প্রযুক্তি উদ্ভাবনে জোর দিয়েছে। এই প্রযুক্তিকে বলা চলে ‘ক্রস-প্ল্যাটফর্ম ইনটিগ্রেশন’। মাইক্রোসফট তাদের উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমকে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে। প্রতিটি ডিভাইস যাতে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে এমন প্রযুক্তি ২০১৬ সালে দেখা যাবে।