আলোচনার কেন্দ্রে থাকবে ফাইভজি

ইয়ুকা তোমিতরি পরেছেন শেনোমা ই-স্কিন স্যুট। এই পোশাক মানুষের চলাফেরা পর্যবেক্ষণ করতে পারে
ইয়ুকা তোমিতরি পরেছেন শেনোমা ই-স্কিন স্যুট। এই পোশাক মানুষের চলাফেরা পর্যবেক্ষণ করতে পারে

আজ ৫ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিকস শো (সিইএস)। এবারের মেলায় বরাবরের মতোই থাকবে প্রযুক্তির চমক। বছরের একেবারে শুরুর এই মেলাতেই বোঝা যায় সারা বছর কী ধরনের প্রযুক্তিপণ্য চলবে। এবার সব কিছু ছাপিয়ে সিইএসের প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে যে ফাইভজি।

ভ্যুজ থ্রিডি ৩৬০ ডিগ্রি ভিআর (ভার্চ্যুয়াল রিয়ালিটি) ক্যামেরা
ভ্যুজ থ্রিডি ৩৬০ ডিগ্রি ভিআর (ভার্চ্যুয়াল রিয়ালিটি) ক্যামেরা
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস উদ্ভাবনী পুরস্কার প্রদর্শনীতে দেখানো হয় কিছু পণ্য। এর একটি হলো তারহীন দ্য ক্রেজি বেবি মার্স স্পিকার।  l এএফপি
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সিইএস উদ্ভাবনী পুরস্কার প্রদর্শনীতে দেখানো হয় কিছু পণ্য। এর একটি হলো তারহীন দ্য ক্রেজি বেবি মার্স স্পিকার। l এএফপি

ফাইভজি হলো পরবর্তী বা পঞ্চম প্রজন্মের তারহীন ইন্টারনেট প্রযুক্তি। ধারণা করা হচ্ছে, ফাইভজির গতি অনেক বেশি হবে। নির্ভরযোগ্য এবং কার্যত স্বয়ংক্রিয় গাড়ি চালনা থেকে শুরু করে ইন্টারনেটভিত্তিক কাজেই একে ব্যবহার করা যাবে।
এরিকসন উত্তর আমেরিকার কারিগরি শাখার প্রধান গ্লেন লেক্সডেল বলেন, ‘সিইএসে যেসব প্রযুক্তি নিয়ে আলোচনা হবে, তার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে ফাইভজি। তবে আগামী কয়েক বছরের মধ্যে ফাইভজির দেখা আমরা পাচ্ছি না।’ 

কিংস্টনের তৈরি ট্রাভেলার জিটি ইউএসবি ড্রাইভ। এতে ২ টেরাবাইটের তথ্য রাখা যাবে
কিংস্টনের তৈরি ট্রাভেলার জিটি ইউএসবি ড্রাইভ। এতে ২ টেরাবাইটের তথ্য রাখা যাবে


তাহলে কেন এত উন্মাদনা? ভেরাইজন ওয়্যারলেস একটি কোম্পানি গত বছরের শেষ দিকে ঘোষণা দেয় যে তারা ফাইভজি প্রযুক্তি নিয়ে মাঠপর্যায়ে পরীক্ষা শুরু করতে যাচ্ছে এবং বাণিজ্যিকভাবে ফাইভজি চালু করতে যাচ্ছে।
এরই ফলে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ভেরাইজন ওয়্যারলেসের বিরুদ্ধে একটি মামলা করে। যাতে দাবি করা হয় চলতি মাসেই টেক্সাসে একক ব্যবসায়িক গ্রাহকের জন্য তারা ফাইভজির পরীক্ষামূলক ব্যবহার চালিয়েছে। চলতি সপ্তাহে লাস ভেগাসে অনুষ্ঠেয় এটিঅ্যান্ডটির বার্ষিক ডেভেলপার সম্মেলনে ফাইভজি নিয়ে কথা হবে।
সূত্র: সিনেট